পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। অৰ্দ্ধ শতাব্দী ব্যাপিয়া মোগল সাম্রাজ্যের রাজদণ্ড ধারণ করিয়া, আমি ওখানের বিহার ১৭০৭ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে সম্রাটপরিত্যাগ ও মুর্শিদকুলীর শিরোমণি আরঙ্গজেব এ জগৎ হইতে স্বাধীন ভাবে কাৰ্য্যারম্ভ। চিরবিদায় গ্রহণ করিলেন। * অনন্তর র্তাহার পুত্ৰগণের মধ্যে বিবাদ উপস্থিত হইয়া কিরূপে বাহাদুর সাহ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, তাহ পূৰ্ব্বে বর্ণিত হইয়াছে। আজিম ওখানকেই তাহার সিংহাসনপ্রাপ্তির প্রধান কারণ বলিলে অত্যুক্তি হয় না। কারণ, আজিম ওখান বাঙ্গলার রাজস্ব হইতে ৮ কোটী টাকা ব্যয় করিয়া ৩০ হাজার অশ্বারোহী সৈন্য সংগ্রহ করেন এবং আগরার যুদ্ধে পিতাকে সাহায্য করায়, বাহাদুরসহ জয় লাভ করিতে সক্ষম হইয়াছিলেন। বাহাদুরসহ আজিম ওখানের প্রতি সন্তুষ্ট হইয় তাহকে পুনৰ্ব্বার বাঙ্গল, বিহার ও উড়িষ্যার সুবেদারী পদে নিযুক্ত করেন এবং তল্লি তাহার প্রতি এলাহাবাদ শাসনেরও • আরঙ্গজেবের মৃত্যুর তারিখসম্বন্ধে নানা রূপ মত ভেদ আছে। বাকি বঁ। প্রভৃতি ১১১৮ হিজরীর ২৮শে জেকা উহার মৃত্যুর তারিখ নির্দেশ করিয়া ছেন। মুক্তাক্ষীণকার ২০শে জেকা বলেন। এলফিনষ্টোন ও টুটি ১৭০৭ খৃষ্টাম্বের ২১শে ফেব্রুয়ারি বলিয়া থাকেন। উইলসন ৪ঠা মার্চ বলেন উাছার বয়স সম্বন্ধেও মুস্তম্ভেদ আছে। কেহ ৮৯, কেহু ৯১ ও কেহ ** বলিয়া থাকেন।