পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। \98ఫి তার অর্পিত হয়। কিন্তু সম্রাটের কনিষ্ঠ ভ্রাত কামবক্সের সহিত বৃদ্ধ উপস্থিত হওয়ায় আজিম ওখানকে পিতার নিকট থাকিতে হয়। এই সময়ে বাদসাহের অনুমতিক্রমে আজিম ওখান মুর্শিদকুলী খাকে বাঙ্গল ও উড়িষ্যার, সৈয়দ হোসেন খাকে বিহারের * ও সৈয়দ আবদুল্লাকে এলাহাবাদের নায়েব নাজিম পদে নিযুক্ত করেন। ফরস্থসের তাহার প্রতিনিধিরূপে বাঙ্গালায় অবস্থিতি করিতে থাকেন এবং সেরবলন্দ খাঁ তাহার তত্ত্বাবধানে নিযুক্ত হন। আজিম ওখান বিহার পরিত্যাগ করিলে, মুর্শিদকুলী খাঁ সম্রাট বাহাদুর সাহের অনুমতিক্রমে বাঙ্গল, বিহার উড়িষ্যার দেওয়ানী এবং বাঙ্গাল ও উড়িষ্যার নায়েব নাজিমী পদে প্রতিষ্ঠিত হইয় ফরথসেরকে নাম মাত্র প্রতিনিধি জানিয়া নিজেই দেওয়ানী ও নাজিমী সংক্রান্ত যাবতীয় কাৰ্য্য স্বাধীন ভাবে পরিচালন করিতে লাগিলেন। তিনি সৈয়দ এক্রাম খাঁ ও স্বীয় জামাত সুজা উদ্দীন মহম্মদ থাকে যথাক্রমে বাঙ্গলা ও উড়িষ্যার নায়েব দেওয়ানী পদে নিযুক্ত করিলেন । এই সময়ে মেদনীপুর প্রদেশ উড়িষ্যা হইতে খারিজ হইয়া বাঙ্গলার অন্তভুক্ত হয়। ভূপতি রায় ও কিশোর রায় নামক দুই জন ব্রাহ্মণতনয়কে । তিনি যথাক্রমে কোষাধ্যক্ষ ও মুলীর পদে নিযুক্ত করেন। মুর্শিদাবাদের টাকশাল হইতে মুদ্রিত মুদ্রায় মুর্শিদাবাদ লিখিত হইতে আরব্ধ হয়।

  • তারিখ বাঙ্গালায় হোসেন আলি অযোধ্যার শাসনকৰ্ত্ত নিযুক্ত হন বলিয়া লিখিত আছে । Af

f ষ্টুয়ার্ট সাহেবের মতে এই দুই জন তাহার স্বসম্পৰ্কীয় বলির অনুমিত হন । মুর্শিদকুলী খ। তাহাদিগকে এলাহাবাদ হইতে অনিয়ন করিয়াছিলেন ।