পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারশিকা । ** লাভের জন্য চেষ্টা করিতে আরম্ভ করেন। তিনি নজীৰ উদ্দৌলা নামক জনৈক রোহিল্লাসর্দারকে আমীর-উল-ওমরা পদ প্রদান করায় উজীর কতিপয় আফগান ও মহারাষ্ট্রীয়দিগের সাহাষ্যে দিল্লী আক্রমণ করিয়া বসেন । সম্রাটও অবশেষে আত্মসমর্পণ করিতে বাধ্য হন। নজীব উদ্দৌলা রোহিলখণ্ডাভিমুখে প্রস্থান করেন। এই সময়ে মহারাষ্ট্রীয়গণ সমগ্র হিন্দুস্থান অধিকার করার জন্য অত্যন্ত চেষ্টা করিতে থাকে। তাহার রোহিলখণ্ড অধিঃ কার করিলে পর অযোধ্যার নবাব সুজা উদ্দৌলাকর্তৃক পরাজিত হয়। ১৭৫৯ খৃষ্টাৰে আমেদ সা ঘরানী পুনৰ্ব্বার ভারত বর্ষাভিমুখে অগ্রসর হওয়ায় উজীর গাজী উদ্দীন মহারাষ্ট্রীয়গণের সাহায্য প্রার্থনা করেন, এবং কৌশলক্রমে সম্রাট আলমগীরের হত্যা সম্পাদন করাইয়া আমেদের ভয়ে একটা ফুৰ্গে আশ্রয় লইতে বাধ্য হন। মহারাষ্ট্ৰীয়ের আমেদের পুত্রের নিকট হইতে লাহোর ও মুলতান অধিকার করিয়া তাহাকে আটক নদীর পারে বিতাড়িত করিয়া দেয়। আমেদ খাঁ মহারাষ্ট্রীয়দিগকে দমন করার জন্য পুনৰ্ব্বার ভারতবর্ষে আগমন করেন। তিনি লাহোর ও মুলতার পুনরধিকার করিয়া দিল্লীর অভিমুখে অগ্রসর হন। মহারাষ্ট্রীয়সর্দার সিন্ধিয়া তাহার আক্রমণে বিচলিত হইয়া উঠেন, অবশেয়ে দত্তী সিন্ধিয়াকে প্রাণ পরিত্যাগ করিতে হয়। মহারাষ্ট্ৰীয়দি*ে এই ছৰ্দশ শ্রবণ করিয়া বীরশ্ৰেী সাপৰ বাও দক্ষিণাত~পক্ষ" উপস্থিত হন, এবং স্থরজমল্ল ও গাজী উদ্দীনের সহিত শি। গলি দিল্লী আক্রমণ ও লুণ্ঠন করির জালস্থ গরের প্টেক স্বত হন পল পুত্র জোয়ানবক্তকে সিংহাসন প্রদান করেনুA6° বীৰে স্বাস