পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8"මාළු শঞ্চকোট প্রভৃতি করদ রাজ্য অন্তভুক্ত হইয়াছিল। সমগ্র চাকলায় ৬১ পরগণা ও ২২, ৪৪, ৮১২ টাকা জমা বন্দোবস্ত হয় । সরকার সাতগার অধিকাংশ,সেলিমাবাদ ও মাদারুণের অবশিষ্টাংশ, খালিফিতাবাদের কতকাংশ, সরকার গোয়াল 毅 পাড়া, তমলুক, ভাটি ও বক্সবন্দর বা হুগলীর সাতগা বা ইগলী। আয় লইয়া চাকলা সাতগ বা হুগলীর উৎপত্তি হইয়াছিল। উক্ত চাকলায় উখড়া বা নদীয়া জমীদারীর অধিকাংশ, বৰ্দ্ধমান জমীদারীর কতকাংশ ও কোম্পানীর কলিকাতা জমীদারী অন্তর্নিবিষ্ট হয়। সাতগ। চাকলায় ১১৩ পরগণা ও ১৫,৩৯,০০৩ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। সরকার মামুদাবাদ ও ফতেয়াবাদের কতকাংশ লইয়া চাকলা ভূষণ৷ গঠিত হয়। ভূষণ চাকলার মধ্যে s নাটোরের নলদীপ্রভৃতি প্রসিদ্ধ পরগণা छूवपt । ও মামুদসাহী প্রভৃতি জমীদারী অবস্থিত ছিল । উক্ত চাকলায় ১১৫ পরগণা ও ৬, ৭৮, ৫৭৮ টাকা জমা নির্দিষ্ট হয়। সরকার খালিফিতাবাদ, সাতগার অবশিষ্টাংশ ও ফতেয়াবাদের কতকাংশ লইয়া চাকলা যশোহরের স্বষ্টি হইয়া- * ছিল। এই চাকলায় ইমুফপুর, সৈয়দপুর বশেfহর । প্রভৃতি জমীদারী অন্তর্নিবিষ্ট হয়। চাকল যশোহরের ৭৯ পরগণা ও ৩, ৫৩, ২৬৬ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। মুর্শিদাবাদ হইতে যশোহর পর্য্যন্ত পাচটী চাকলা পদ্মার পশ্চিম পাশ্বে অবস্থিত হয়। সরকার ওড়ম্বর ও জেন্নেতাবাদের অবশিষ্টাংশ, সমগ্র পূর্ণিয়া ও তেজপুর লইয়া চাকলা আকবরনগরের গঠন ty হয়। আকবরনগরে রাজমহল বা কাকজোল আকবরনগর । জমীদারী, পিজর বা দিনাজপুর জমীদারীর কতকাংশ ও অদ্যান্য