পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

898 মুর্শিদাবাদের ইতিহাস। কতকগুলি ক্ষুদ্র জমীদারী অবস্থিত ছিল। তাহার পরগণার সংখ্যা ১১৮ ও জমা ৯,২৬,২৬৬ টাকা ধাৰ্য্য হয় । সমগ্র সরকার ঘোড়াঘাট, পিজর, কোচবিহার এবং বাজুয়া ও to বাৰ্ব্বাকাবাদের অধিকাংশ দ্বার চাকলা ঘোড়াঘোড়াঘাট । ঘাট গঠিত হইয়াছিল। ঘোড়াঘাট চাকলায় নাটোরের ভাতুড়িয়া জমীদারী, দিনাজপুর জমীদারী অধিকাংশ, ইদ্রাকৃপুর জমীদারী, ফকীরকুণ্ডী বা রঙ্গপুর জমীদারী ও সালবাড়ী, বড়বাজু, আটিয়া, কাগমারি প্রভৃতি পরগণা অন্তভুক্ত হয়। সমগ্র চাকলায় ৪৫১ পরগণা ও ২১, ৮০, ৪১৫ টাকা জমা নির্দিষ্ট হইয়াছিল। বাঙ্গালভূম, দক্ষিণকোল, ধুবড়ি, কামরূপ প্রভৃতি কোচবিহার 30 ও আসাম হইতে জিত ক্ষুদ্র ক্ষুদ্র সরকার ও কড়াইবাউ ৷ ব্ৰহ্মপুত্রের পূৰ্ব্বতীরস্থ সরকার বাজুয়ার কতকাংশ লইয়া চাকলা কড়াইবাড়ীর সৃষ্টি হয় । স্বসঙ্গ প্রভৃতি জমীদারী ও বাহিরবন্দ প্রভৃতি প্রসিদ্ধ পরগণা কড়াইবাড়ী চাকলার অন্তর্গত ছিল। এই চাকলায় ২৫ পরগণা ও ২,০২,৭০৫ টাকা জম বন্দোবস্ত হয়। সমগ্র সোণার গী, বাকলা, উদয়পুর, মোরাদখানি এবং বাজুয়া ও ফতেয়াবাদের অবশিষ্টাংশ داد জাহাঙ্গীরনগর। লইয়া চাকলা জাহাঙ্গীরনগর গঠিত হইয়াছিল। ইহাতে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জমীদারী অন্তর্নিবিষ্ট হয়, তন্মধ্যে জালালপুর প্রভৃতি প্রধান। চাকলা জাহাঙ্গীরনগরে ২৩৬ পরগণা ও ১৯,২৮, ২৯৪ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল ।