পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 মুর্শিদাবাদের ইতিহাস। করেন। সুজা খার সংশোধিত জমা এক্ষণে বর্তমান থাকায়, আমরা তাহারই উল্লেখকালে সমগ্র জমীদারী ও জায়গীর প্রভৃতির আমুপুৰ্ব্বিক বিবরণ প্রদান করিব। সেই জন্য এস্থলে তাহদের পৃথক উল্লেখ পরিত্যক্ত হইল। কুলী খাঁ এইরূপে খালসা ও জায়গীর ভূমি জমীদারদিগের সহিত বন্দোবস্ত করিয়া তাহদের হস্তে স্ব স্ব জমীদারীর সম্পূর্ণ ভার অর্পণ করিলেন। জমীদারগণ প্রজাদিগের নিকট হইতে রাজস্ব আদায় করা ব্যতীত আরও কতকগুলি ক্ষমতার ভার প্রাপ্ত হইয়াছিলেন। কুলী খার পূৰ্ব্বেও তাহারা অনেক পরিমাণে সেইরূপ ক্ষমতা লাভ করিতেন। জমীদারগণ প্রজাদিগের মধ্যে সামান্ত সামান্ত বিবাদের বিচার করিতে পারিতেন, ও আপনাপন জমীদারীর মধ্যে শাস্তিরক্ষা করিতেন। চোর,ডাকাইত, বদমায়েস লোকদিগকে দমন করার ভারও কতক পরিমাণে র্তাহীদের প্রতি অপিত হইত। এক কথায় জমীদারদিগের প্রতি এক প্রকার পুলীশের ভারও প্রদান করা হইয়াছিল। র্তাহারা অপরাধীদিগকেও দণ্ড প্রদান করিতে পারিতেন। কাহারও কাহারও প্রতি এক বা ততোধিক প্রাণদণ্ডবিধানের আদেশও প্রদত্ত হইত।* লর্ড কর্ণওয়ালিসের পূর্ব পৰ্য্যন্ত জমীদারের দেশের মধ্যে শান্তিরক্ষার ব্যবস্থা করিতে পারিতেন। এক্ষণে র্তাহারা সে অধিকার হইতে বঞ্চিত হওয়ায়, তাহাতে যে দেশের সর্বাঙ্গীন মঙ্গল হইয়াছে এরূপ বলা যায় না । জমীদারদিগের ক্ষমতার অপব্যবহারের জন্য তাহারা যে উক্ত অধিকার হইতে বঞ্চিত হন তাহ সত্য, কিন্তু আজকাল দেশমধ্যে যেরূপ হৃষ্ট লোকের

  • এইজন্য আমাদের দেশে “দশ খুন মাপ” “সাত খুন মাগ” ইত্যাদি কথা প্রচলিত আছে । -