পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3Gobr মুর্শিদাবাদের ইতিহাস। এই সমস্ত বিচারক ভিন্ন জমীদারেরাও সামান্ত সামান্য দেওয়ানী ও ফৌজদারী বিচার করিতে আদিষ্ট হইতেন। ঐ সমস্ত আদালতে তাহার শেষ নিষ্পত্তি বা আপীল হইত। হিন্দু ও মুসলমানগণের দায়, উত্তরাধিকার প্রভৃতি হিন্দু ও মুসলমান শাস্ত্রানুসারে হইলেও সকল ধৰ্ম্মাবলম্বীরই ফৌজদারী বিচার মুসলমান আইনানুসারে নিম্পন্ন হওয়ার ব্যবস্থা ছিল। এই রূপ বিচারপ্রথা মুসলমান রাজত্বের শেষ এমন কি কোম্পানীর সময়েও কিছু কাল পর্যন্ত প্রচলিত থাকিতে দেখা যায়। এই রূপে রাজস্ববন্দোবস্ত এবং শাসন ও বিচারপ্রথার সংশোধন করিয়া মুর্শিদকুলী খাঁ বাদসাহদরবারে ও ভারতের সর্বত্র আপনাকে গৌরবান্বিত করিয়া তুলেন।