পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 8Ꭽ☾ দিল্লীতে আপনার প্রতিনিধিগণের নিকট লিখিয়া পঠাইয়াছিলেন। তিনি ইহার জন্য অধিক পরিমাণে চেষ্ট ट्रखोद्र तांश्रलांब्र করেন নাই, অন্ন ষ্ট্ৰেী কৃতকাৰ্য্য হইবেন স্ববেদারীপ্রাপ্তি । বলিয়া র্তাহার বিশ্বাস ছিল। যদি সুজা উদ্দীন সরফরাজের প্রতিদ্বন্দ্বী ন হইতেন, তাহ হইলে মুর্শিদকুলী খার ইচ্ছা পূর্ণ হইতে পারিত। সুজা খাঁ মুর্শিদের মনোগত ভাব অবগত হইয়া বাঙ্গলার সুবেদারীপ্রাপ্তির জন্ত আলিবর্দী ও হাজী আহম্মদের সহিত পরামর্শ করিতে প্রবৃত্ত হন। উভয়ে তাহাকে দিল্লীতে বিচক্ষণ ও প্ৰগলভ দূত প্রেরণ করিয়া সম্রাটু,উজীর ও খ। দুরানকে আবশ্যকীয় যাবতীয় বৃত্তান্ত লিখিয়া পাঠাইতে অনুরোধ করিলেন। র্তাহাদের পরামর্শক্রমে দিল্লীতে দূত প্রেরিত হইল। এ দিকে অনেকগুলি সৈনিক কৰ্ম্মচারীকে নানাপ্রকার ছল করিয়া মুর্শিদাবাদে প্রেরণ করা হয়, এবং বর্ষা কাল উপস্থিত হওয়ায়, সুজা খা আপনার সৈন্য সকল পাঠাইবার জন্য অনেক গুলি নৌকা সঙ্গে করিয়া কটক ও মুর্শিদাবাদের পথে কুলী খাঁর স্বাস্থ্যানুসন্ধানের জন্ত লোক নিযুক্ত করিলেন। দিল্লী হইতে সংবাদ পাইবার জন্ত দিল্লীর পথেও লোক নিযুক্ত হইল। অবশেষে যখন সংবাদ আসিল যে, ৫৬ দিবসের মধ্যে জাফর খার প্রাণবিয়োগ হইতে পারে, তখন তিনি তৎক্ষণাৎ আলিবন্দী খাকে সঙ্গে লইয়া কতিপয় অনুচর ও সৈন্তের সহিত মুর্শিদাবাদভিমুখে যাত্রা করিলেন। র্তাহার অবিবাহিতা স্ত্রীর গর্ভজাত সন্তান মহম্মদ তকী খণর * উপর উড়িষ্যার শাসনভার অর্পিত হইল।

  • Howell বলেন যে, মহম্মদ তকীও জাফর খাঁর কন্যার গর্ভসস্তুত, তিনি জ্যেষ্ঠ। হলওয়েলের মত সম্পূর্ণ ভ্রান্ত। -