পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । (:e (t চণ্ডীচরণের পর রামদেবের সহিত কুলী খার বন্দোবস্ত হয়। মামুদসাহী জমীদারীর চাকলা ভূষণার অন্তর্গত আরঙ্গাবাদ, বাজুমাল, জাহাঙ্গীরাবাদ, মামুদসাহী, তারাডাঙ্গ প্রভৃতি পরগণাই প্রধান। ২৯ পরগণায় ১, ১০, ৬৩৩ টাকা জমা নির্দিষ্ট হইয়াছিল। ফতেসিংহ জমীদারীর অধিকাংশই চাকলা মুর্শিদাবাদের অন্তর্গত ও তাহা ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত ఉ" ছিল। উত্তররাটীয় কায়স্থ রাজগণ পূৰ্ব্বে ইহার কাতসিংহ। অধীশ্বর ছিলেন । রাজা মানসিংহের সময় জিঝৌতিয় ব্রাহ্মণবংশীয় সবিতা রায় ইহার অধিকার লাভ করেন। সবিতা রায়ের বংশধরগণের অনেক সৎকীৰ্ত্তিতে ফতেসিংহ পরিপূর্ণ। উক্ত বংশের ঘনতাম রায়ের পুত্র জগৎ, কালু প্রভৃতি সভা সিংহের বিদ্রোহে যোগ দান করায়, জমীদারী হইতে বঞ্চিতপ্রায় হইয়াছিলেন, পরে তদ্বংশীয়গণ অনেক কষ্টে জমীদারী পুনঃপ্রাপ্ত হন। সবিতা রায়ের বংশধর আনন্দচন্দ্র কুলী খার সমসাময়িক। তিনি অপুত্ৰক প্রাণ ত্যাগ করিলে, সবিতাবংশীয়গণের অন্যতম বৈদ্যনাথের ভগিনীপতি স্বৰ্য্যমণি চৌধুরী ফতেসিংহের জমীদারী লাভ করেন। এই স্বৰ্য্যমণি বাঘডাঙ্গ রাজবংশের আদিপুরুষ, এবং সবিতার বংশধরগণই জেমোর রাজা বলিয়া কীৰ্ত্তিত হইয়া থাকেন। সুৰ্য্যমণি আনন্দচন্দ্রের প্রধান কৰ্ম্মচারী ছিলেন। তদবধি ফতেসিংহ বাঘডাঙ্গার হস্তগত হয়। স্বৰ্য্যমণির পুত্র হরিপ্রসাদের সহিতই কুলী খাঁ ফতেসিংহ জমীদারীর নূতন বন্দোবস্ত করেন। কালক্রমে ফতেসিংহ পুনৰ্ব্বার সবিতাবংশীয়গণের হস্তে আসিয়া, পরে জেমে ও বাঘডাঙ্গ৷ উভয় রাজবংশের মধ্যে বিভক্ত হয়। ফতেসিংহ জমিদারীর মধ্যে ফতেসিংহ, ইসলামপুর, কীরিতপুর, গাঙ্গল, চুণাখালি, প্রভৃতি