পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । Qや> নাদিরসাহ দিল্লী আক্রমণ করিয়া তথায় ভয়াবহ কাণ্ডের অভিনয় করিয়াছিলেন। স্বজা উদ্দীন আপনার অন্তিম সময় উপস্থিত জানিয়া মুর্শিদকুলী খার পত্নী দোর্দান বেগম ও তাহার পুত্র এহিয়াকে উড়িষ্যায় যাইতে অনুমতি দেন। সরফরাজের পরামর্শে তাহারা মুর্শিদকুলীর সদ্ব্যবহারের প্রতিভূস্বরূপ মুর্শিদাবাদে অবস্থিতি করিতেছিলেন। সুজা উদ্দীন স্বীয় পুত্র সরফরাজকে আপনার উত্তরাধিকারী নির্দেশ করিয়া, হাজী আহম্মদ, রায়রায়ান ও জগৎশেঠের পরামশানুযায়ী রাজকাৰ্য্যপরিচালনের উপদেশ প্রদান করেন। সরফরাজ যদিও তাহাদিগের প্রতি সন্তুষ্ট ছিলেন না, তথাপি মুম্ষু পিতার অবাধ্য হইয়া তাহাকে কষ্ট দেওয়া অনুচিত বিবেচনায় অগত্য সুজা উদ্দীনের কথায় স্বীকৃত হইলেন। ইহার কয়েক দিন পরে প্রজাহিতৈষী উদারহৃদয় নবাব সুজা উদ্দীন ১১৫১ হিজরীর ১৩ই জেলহজ্জ বা ১৭৩৯খুষ্টাব্দের মার্চ মাসে ইহলোক হইতে বিদায় গ্রহণ করেন।* ডাহাপাড়ায় তাহাকে সমাহিত করা হয়। ঐ স্থানকে এক্ষণে রোশনীবাগ বলিয়া থাকে। † তিনি মনোভাব গোপন করিয়া ভ্রাতৃদ্বয়কে সমুচিত শিক্ষাপ্রদানের অবসর দেখিতে লাগিলেন। কিন্তু সত্বর উাহীর মৃত্যু হওয়ায়, তাহার প্রভিৰিধান করিতে পারেন নাই। কথিত আছে, হাজী অন্তঃপুর হইতে গোপনে এই সংবাদ জানিতে পারেন। ষ্টুয়ার্ট সাহেব আলিবঙ্গীর উক্ত চেষ্টায় সমর্থনের প্রয়াস পাইয়াছেন। আমাদের নিকট তাহ প্রীতিকর বলিয়া ৰোধ হয় না।

  • স্বজ। উদ্দীনের সহস মৃত্যু হওয়ার তৎকালে অনেকে অনুমান কয়িং। ছিলেন যে, হাঙ্গীকর্তৃক বিষপ্রয়োগে উাহীর মৃত্যু সংঘটিত হয় —Hollwell.

+ , মুর্শিদাবাদ-কাহিনীর রোশনীবাগ প্রবন্ধ স্রষ্টব্য।