পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tSశ్చి মুর্শিদাবাদের ইতিহাস। স্বজা উদ্দীন অত্যন্ত দয়ালু, হায়বান ও লোকহিতপরায়ণ নবাব হজ উদীনের চরিত্র ছিলেন। র্তাহার স্তায় উদার-অন্তঃকরণের ও তৎসমালোচনী। শাসনকর্তা অতি অল্পই দৃষ্ট হইয়া থাকে। উদারচরিতদিগের নিকট সমগ্র বসুন্ধরাই আত্মীয়স্বরূপ । আমরা সুজাউদ্দীনের চরিত্র হইতে ইহা বিশেষ রূপে উপলব্ধি করিতে পারি। পরদুঃখনিবারিণী দয়া পরিণীত প্রণয়িনীর দ্যায় সৰ্ব্বদা তাহাকে আশ্রয় করিয়া থাকিত। লোকের উপকারের জন্ত তিনি নিয়তই প্রস্তুত থাকিতেন। আত্মীয় হউক, পর হউক, জানিত হউক, অজানিত হউক, যে র্তাহাকে বিপদের কথা জানাইত, তৎক্ষণাৎ তিনি তাহার প্রতীকারে বিশেষ রূপ যত্নবান হইতেন। কৰ্ম্মচারিগণকে তিনি আপন পরিবারের দ্যায় জ্ঞান করিতেন। তাহাদের উপকারার্থে তিনি অবিরত মুক্তহস্ত ছিলেন। র্তাহার পরোপকারসংক্রান্ত-ঘটনা প্রবাদবাক্যের স্তায় প্রতীত হইয়া থাকে। র্তাহার শ্বশুর মুর্শিদকুলী খার চরিত্র হইতে র্তাহার চরিত্র পৃথক ছিল । কুলী খার চরিত্র কঠোরতাপ্রবণ ও সুজার চরিত্র কোমলতাপূর্ণ ছিল। মুর্শিদকুলী খাঁ যে হতভাগ্য জমীদারগণকে চিরকারারুদ্ধ করিয়া বঙ্গের রাজস্ববুদ্ধির চেষ্টা করিয়াছিলেন, সুজা উদ্দীন রাজ্য প্রাপ্ত হইবামাত্র প্রথমে তাহাদিগকে মুক্তি দান করেন। কিন্তু তিনি যেরূপ জমীদারী বন্দোবস্ত করিয়াছিলেন,তাহাতে যদিও জমীদারদিগকে আগু করভার হইতে অব্যাহতি দিয়াছিলেন, তথাপি অতিরিক্ত আবওয়াবের সৃষ্টি করিয়া জমীদার ও প্রজাবৰ্গকে করভারে নিপীড়িত করা তাহার দ্যায় কোমলহৃদয় নবাবের উপযুক্ত কাৰ্য্য হয় নাই। আমরা এ বিষয়ে তাহাকে প্রশংসা করিতে পারি না। কিন্তু র্তাহার সদ্ব্যবহারে জমীদার ও প্রজারা অতিরিক্ত করপ্রদানেও অসন্তুষ্ট হইত না । জগতে সাধু