পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । ©ᏜᏱ করেন। * এই সময়ে আলমৰ্চাদকে পদচ্যুত করিয়া যশোবন্ত রায়কে তৎপদপ্রদানের চেষ্টা করা হয়। এই রূপে যুদ্ধসংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করিয়া নবাব সরফরাজ খাঁ হিজরী ১১৫২ অব্দের ২২এ মহরম ইংরাজী ১৭৪০ খৃষ্টাব্দে মুর্শিদাবাদ হইতে যাত্রা করিয়া প্রথম দিনে বামনিয়া, দ্বিতীয় দিনে দেওয়ান সরাই ও তৃতীয় দিনে খামরা { নামক স্থানে উপস্থিত হইলেন, এবং শত্রুপক্ষের শিবির পর্য্যবেক্ষণের জন্ত সন্নং নামক এক জন খোজা ও হুগলীর ফৌজদার স্বজাকুলী খাকে প্রেরণ করিলেন। তাহার এবং তঁহাদের সহিত আলিবদীর দূত হাকিম মহম্মদ আলি খাঁ নবাবের নিকট উপস্থিত হইয়া আলিবর্দী খার অভিপ্রায় জ্ঞাপন করিলেন। আলিবন্দী খাঁ সরফরাজ খাঁর বংশ হইতে যে উপকার প্রাপ্ত হইয়াছেন, সমস্ত স্বীকার করিয়া এই রূপ বলিয়া পঠাইয়াছিলেন যে, নবাবের বংশ দ্বারাই তিনি নীচ অবস্থা হইতে উন্নত পদে প্রতিষ্ঠিত হইয়াছেন। তিনি নবাবের প্রতি র্তাহার অনুরাগ প্রদর্শন ও সাধারণকে তাহ অবগত করার জন্য নবাবের নিকট দুইটী বিষয়ের প্রার্থনা করিতেছেন। প্রথমতঃ তাহার মন্ত্রিসভা হইতে মর্দান আলি খাঁ, মীর মর্তেজা খা, হাজী লুৎফ আলি খাঁ এবং মহম্মদ গাওস খী প্রভৃতি কয়েক জনকে তাড়িত করিতে হইবে, কারণ তাহারা আলিবন্দী ও র্তাহার বংশের পরম শক্র এবং সুবিধামত তাহারা অপমান ও অত্যাচার করিতে ੋ করে না। তাহারা বিতাড়িত হইলে নবাবের স্বীয় ভৃত্য আলিবর্দী

  • Stewart P. 275. 475 .CSeeoاہم Egities) + খামর জঙ্গীপুর উপবিভাগের নিকট ।