পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tఫిe মুর্শিদাবাদের ইতিহাস । তাহা হইলে আত্মরক্ষার জন্য তিনি নবাবের অবাধ্য হইয়া পাছে ইহলোকে ও পরলোকে অযশস্বী হন, তজ্জন্য বিশেষ রূপ চিন্তিত আছেন। * অতএব নবাব যাহাতে যুদ্ধযাত্রা না করেন ইহাই তাহার অনুরোধ । হাজী আহম্মদ প্রস্থান করিলে, আলিবন্দী খাঁর বিরুদ্ধে সরফরাজের যুদ্ধযাত্রা যুদ্ধযাত্রা লইয়া মন্ত্রিবর্গের মধ্যে বাদানুবাদ ও উভয় পক্ষের উপস্থিত হয়। কিন্তু মর্দান আলি খাঁর সন্ধির প্রস্তাব । প্ররোচনায় অবশেষে যুদ্ধযাত্রাই স্থির হইল । মর্দান আলি হাজী আহম্মদ ও আলিবন্দীর পরম শত্রু ছিলেন। তিনি নবাবকে স্বীকৃত করিয়া আলিবর্দীর বিরুদ্ধে অগ্রসর হইতে উপদেশ দিলেন। অবিলম্বে যুদ্ধসজ্জা আরম্ভ হইল। নবাব সরফরাজ খ যাবতীয় ফৌজদারদিগকে সাহায্যার্থে আহবান করিয়া নিজেই সসৈন্যে যাত্রা করিলেন । র্তাহার সৈন্য অশ্বারোহী ও পদাতিকে প্রায় ত্রিশ সহস্র ছিল, কিন্তু তাহারা আলিবর্দী খার সৈন্যগণের ন্যায় শিক্ষিত ও সাহসী ছিল না । আলিবর্দীর সৈন্য সংখ্যা নবাবের সৈন্যসংখ্যা অপেক্ষা মুনি ছিল না, বিশেষতঃ র্তাহার সৈন্যগণের মধ্যে প্রায় তিন সহস্ৰ পাঠান যুদ্ধবিদ্যায় অতুলনীয় ছিল। † সাহাইয়ার নামক নবাবের গোলন্দাজ কৰ্ম্মচারী হাজী আহম্মদের আত্মীয় হওয়ায়, বিশ্বাসঘাতকতার চেষ্টা করিয়াছিলেন । তজ্জন্য নবাব তাহাকে যথোচিত শাস্তি প্রদান করিয়া এন্টনী ফিরিঙ্গীর পুত্ৰ পাচু ফিরিঙ্গীকে তাহার স্থানে নিযুক্ত

  • Mutakherin vol 1. P. 3o6. † Orme vol II. P. 31.