পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । (tనసి বাদাভিমুখে প্রস্থান করিতেছিল, গাওস থ। প্রভুকে কাপুরুষের দ্যায় পলায়ন করিতে দেখিয়া আপনার জয়সংবাদ প্রেরণ করিয়া তাহাকে প্রতিনিবৃত্ত করিবার জন্ত এক জন দ্রুতগামী অশ্বারোহীকে প্রেরণ করেন। আলিবর্দী খাঁ সরফরাজকে মৃত জানিয়া আপনার সমুদয় সৈন্ত সমবেত করিয়া গাওস খাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হইতে লাগিলেন, কিন্তু সমস্ত সৈন্ত সমবেত করা তাহার পক্ষে দুর্ঘট হইয়া উঠিল। যাহারা পশ্চাদিক হইতে সরফরাজ খাঁর শিবির আক্রমণ করিয়াছিল, তাহারা শিবির হইতে অনেক দ্রব্যাদি অপহরণ করিয়া চতুর্দিকে প্রস্থানের চেষ্টা করিতেছিল। এ দিকে গাওস খ! স্বীয় প্রভুর মৃত্যুসংবাদ অবগত হইয়া একেবারে বিস্মিত হইলেন, পরে আলিবর্দীর হস্ত হইতে নিস্কৃতির অল্প আশা জানিয়া স্বীয় পুত্রদ্বয় মহম্মদ কুতুব ও মহম্মদ পীরকে x আহবানপূর্বক তাহাদিগকে প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত হইতে বলিলেন। তৎকালে গাওস খা ও তাহার পুত্রদ্বয়ের ন্তায় পরাক্রমশালী যোদ্ধা অল্পই দৃষ্ট হইত। গাওস খ। আপন সৈন্যগণকে সমবেত করিতে চেষ্টা করিলেন ; কিন্তু তাহদের মধ্যে অধিকাংশই সরফরাজের মৃত্যুশ্রবণে মুর্শিদাবাদাভিমুখে পলায়ন করিয়াছিল। গাওস খাঁ অতি অল্পসংখ্যক সৈন্য লইয়া শত্রুপক্ষের দিকে ধাবিত হইয়া ঘোরতর যুদ্ধ আরম্ভ করেন। আলিবর্দীর সৈন্তেরা তাহাতে পলায়ন করিতে লাগিল । অবশেষে ছেদন হাজাবীর বন্দুকের গুলিতে আহত হইয়া গাওস খী হস্তিপৃষ্ঠ হইতে অব তীর্ণ হইয়া অশ্বপৃষ্ঠে আরোহণের চেষ্টা করিতেছিলেন, ইতিমধ্যে

  • রিয়াজে পীরের স্থলে বাবর লিখিত আছে।