পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&eby মুর্শিদাবাদের ইতিহাস। নবাবদিগের মধ্যেই তিনিই কেবল যুদ্ধক্ষেত্রে জীবন বিসর্জন দেন। এতন্ত্রি অন্ত কোন সদগুণ র্তাহাতে দৃষ্ট হইত না। সরফরাজ মুজা উদ্দীনের অযোগ্য পুত্র ও মুর্শিদকুলী খাঁর অযোগ্য দৌহিত্র ছিলেন। যদি তাহার নৈতিক অথবা রাজনৈতিক কোন প্রকার বল থাকিস্ত, তাহা হইলে অপর কখনও হার সিংহাসন অধিকার করিতে পারিত না। একমাত্র তাহারই দোষে মুর্শিদকুলীর ও সুজা উদীনের বংশ অপস্থত হইয়া তৃতীয় ব্যক্তির মস্তকে মুর্শিদাবাদের রাজচ্ছত্র ধৃত হইয়াছিল।