পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪ মুর্শিদাবাদের ইতিহাস । পৃথক্ প্রদেশ তাহ পরবর্তী কোন কোনও গ্রন্থ হইতে অবগত হওয়া যায়। বরাহমিহির বঙ্গ ও গৌড়কে দুইট স্বতন্ত্র জনপদ রূপে উল্লেখ করিয়াছেন । * কবিকঙ্কণের বর্ণনা হইতেও গৌড় ও বঙ্গের পার্থক্য বুঝা যায় ভাগীরথীর পশ্চিম তীরে গৌড় প্রদেশ হইলে মুর্শিদাবাদের পশ্চিম ভাগ গৌড়ের ও পুৰ্ব্ব ভাগ বঙ্গের অন্তর্গত ছিল বলিয়া বোধ হয়। চীনপরিব্রাজক হিউয়েন সিয়াঙ্গ যে সময় ভারতবর্ষে আগমন করেন ; সে সময়ে তিনি গোঁড়, বঙ্গ ইত্যাদি বিভাগের উল্লেখ না করিয়া কামরূপ, পৌণ্ডবৰ্দ্ধন, কর্ণসুবর্ণ, সমতট, তাম্রলিপ্তি, উড়িয্যা প্রভৃতির উল্লেখ করিয়াছেন । র্তাহার উল্লিখিত পৌণ্ডবৰ্দ্ধন, কর্ণসুবর্ণ ও তাম্রলিপ্তি গৌড়ের অন্তর্গত ও সমতট বঙ্গের নামান্তর বলিয়া বোধ হয়। চীনপরিব্রাজক যাহাকে কর্ণসুবর্ণের রাজা বলিয়া উল্লেখ করিয়াছেন, তিনি বাণভট্টের রচিত হর্ষচরিতে গোঁড়াধিপ বলিয়া উল্লিখিত হইয়াছেন । বাণভট্ট ও হিউয়েন সিয়াঙ্গ উভয়ে যে গ্রার * “উদয়গিরি-ভদ্রগোঁড়ক পৌণ্ডেtৎকালকাশি-মেকলাম্বষ্ঠাঃ । একপদ-তাম্রালিপ্তিক-কোশলক বৰ্দ্ধমানশ্চ | আগ্নেযাং দিশি কোশল-কলিঙ্গবঙ্গোপবঙ্গ জঠরাঙ্গীঃ ।” (বৃহৎসংহিতা ১৪।৭-৮। ) উপবঙ্গ পরবর্তী বাগড়ি বিভাগের নামান্তর বলিয়া বোধ হয় । + “ধষ্ঠ রাজা মানসিংহ, বিষ্ণুপদীস্ত্যেজতৃঙ্গ, গৌড়বঙ্গউৎকল অধিপ ।” : ইউরোপীয় পণ্ডিতগণের মতে থষ্টয় ৭ম শতাব্দীতে চীনপরিত্রাজক হিউয়েন সিয়াঙ্গ ভারতবর্ষে আগমন করিয়াছিলেন । কিন্তু দেশীয় গ্রন্থ পৰ্য্যালোচনী করিলে খৃষ্টীয় ৩য় শতাব্দীতে র্তাহার উপস্থিতির অনুমান হয়। পরে ইহার বিস্তুত আলোচনা কল্প যাইবে ।