পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৬৮
মুর্শিদাবাদ-কাহিনী

পদাতি ও গোলন্দাজ সৈন্য উধূয়ানালায় পাঠাইয়াছিলেন। গিরিয়া হইতে পরাজিত সমরু, মার্কার, আসাদউল্লা প্রভৃতির অধীন সৈন্যসমূহ তাহাদের সহিত যোগ দিয়া ৪০ সহস্রেরও অধিক করিয়া তুলে। মেজর আডাম্‌স গিরিয়াতে দুই দিন বিশ্রাম করিয়া, ৪ঠা আগস্ট উধূয়ানালা অভিমুখে অগ্রসর হইয়া, ১১ই উধূয়া হইতে প্রায় দুই ক্রোশ দক্ষিণ-পূর্বে ফুদকিপুর নামক স্থানে শিবির সন্নিবেশ করেন। ইংরেজদিগের দক্ষিণে গঙ্গা ও বামে ঝিল বা বকাইয়ের দাঁড়া ছিল। ইংরেজরা পরিখা খনন করিয়া তথায় বুরুজ নির্মাণ করেন। ইংরেজ ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মেজর আডামসকে তিন সপ্তাহ কাল বুরুজাদি নির্মাণে ব্যস্ত থাকিতে হইয়াছিল। চতুর্বিংশতিতম দিবসে তিনি তিনটি বুরুজ হইতে নবাব-শিবির লক্ষ্য করিয়া গোলাবৃষ্টি আরম্ভ করিলেন। কিন্তু তাহাতে নবাব-শিবিরের কিছুই করিয়া উঠিতে পারেন নাই।১০ কেবল নদীর সন্নিহিত প্রবেশ-পথের নিকট পরিখা-প্রাচীর অতি সামান্যভাবে ভগ্ন হইয়াছিল।

 উধূয়ানালায় ইরেজদিগের সহিত নবাবসৈন্যের প্রকৃত যুদ্ধ হয় নাই। ইংরেজেরা নবাবশিবির ভেদ করিতে সহস্র চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে না পারিয়া, অবশেষে চতুরতা অবলম্বনপূর্বক শিবিরে প্রবেশ করিয়াছিলেন। আমরা ক্রমে তাহার উল্লেখ করিব। তৎপূর্বে একটি ঘটনার উল্লেখ করা যাইতেছে; ঘটনাটি রুম, ম্যালিসন প্রভৃতি ইংরেজ ঐতিহাসিকগণ উল্লেখ করেন নাই। উধূয়ার সুন্দর অবস্থান দেখিয়া মীর কাসেমের সেনাপতিগণ নির্ভীকচিত্তে অবস্থিতি করিতে লাগিলেন। তাঁহারা সুরাপানে বিভোর হইয়া নর্তকীবৃন্দের কণ্ঠসঙ্গীত শ্রবণে শিবিরমধ্যে রজনীযাপন করিতেন।১১ কিন্তু মীরনজফ খাঁ নিশ্চিন্ত না থাকিয়া অনুসন্ধানে অবগত হইলেন যে, পরিখার যে-অংশ পর্বতশ্রেণীর সহিত মিলিত হইয়াছে, তাহার নিকটে ঝিলের একটি স্থানের জল নাতিগভীর হওয়ায়, তাহা অনায়াসে অতিক্রম করিয়া ইংরেজশিবিরে যাওয়া যাইতে পারে। নজফ খাঁ কতকগুলি সুশিক্ষিত সৈন্য লইয়া ঝিলের সেই অগভীর স্থানটি পার হইয়া, ইংরেজ শিবির আক্রমণ করিলেন। তৎপূর্বেই বৃদ্ধ নবাব



 ৭ Malleson's Decisive Battles of India, p. 166.

 ৮ Broome's Bengal Army, p. 382.
 ৯ এই ফুদকিপুরকে Broome ও Malleson Palkipur বলিয়া উল্লেখ করিয়াছেন। উধূয়ার নিকট পাল্কীপুর নামে কোন গ্রাম নাই, এবং ফুদকিপুরে যে ইংরেজদিগের শিবির সন্নিবেশিত হইয়াছিল, ইহার নিকটে কাঁঠালবাড়ী নামক স্থানে অদ্যাপি তাহার চিহ্ন বিদ্যমান থাকাই তাহার প্রমাণ। রেনেলের মানচিত্রে Futkipur আছে। মুদ্রাকরপ্রমাদ অথবা লিপিকরপ্রমাদবশতঃ Futkipur স্থলে Palkipur হইয়াছে।
 ১০ Malleson, p. 167.
 ১১ Mutaqherin Vol. II, p. 271.