পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিশিষ্ট
৩৮৭


উঠিল সমরক্ষেত্রে ভীম কোলাহল,
করিপৃষ্ঠে সরফরাজ,
সমরে পশিল আজ,
সাজিল তাহার সনে চতুরঙ্গদল,
অকস্মাৎ হায় হায়,
ভীমবেগে গুলি ধায়,
শায়িত নবাব তাহে হস্তীর উপর,
গজিল বিজয়ােল্লাসে অরাতিনিকর।


দুটিল বিজয়সিংহ অশ্ব আরােহিয়া,
শাণিত বল্লম করে,
প্রভুর সাহায্য তরে,
অরি-সাগরের মাঝে পড়ে আস্ফালিয়া;
আলিবর্দী লক্ষ্য করি,
হানিতে মাতঙ্গোপরি,
প্রচণ্ড মার্তণ্ডকরে উঠে ঝলসিয়া,
আতকে উঠিল কাঁপি আলিবর্দী-হিয়া।


গােলন্দাজদল হতে.গুলি এক হায়,
বিদ্যুতের বেগে ধায়,
বিন্ধি বিজয়ের গায়,
মুহূর্তেকে মৃতদেহ পড়িল ধরায়,
আলিবর্দী-যােদ্ধৃচয়,
উল্লাসে উৎফুল্ল হয়,
লইতে শত্রুর দেহ ধাওয়া ধাই ধায়,
রণমদে মাতােয়ারা জ্ঞানহারা প্রায়।


নববর্ষবয়ঃক্রম শিশু একজন,
ক্ষুদ্র তরবারি করে,
ক্ষুদ্র অঙ্গে স্বেদ ঝরে,
জনকের মৃত দেহ করিতে রক্ষণ,