পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবান্‌গোলা

 মুর্শিদাবাদ বাঙ্গলা, বিহার, উড়িষ্যার কিরীটভূষিত হওয়ার বহু পূর্ব হইতে ভগবান্‌গোলা বাঙ্গলার মধ্যে একটি প্রধান স্থান বলিয়া প্রসিদ্ধ ছিল। উত্তালতরঙ্গবাহিনী পদ্মার ক্রোড়স্থিত হওয়ায়, ভগবান্‌গোলা প্রতিনিয়ত বাণিজ্যপোতে পরি শোভিত থাকিত। একপার্শ্বে ভাগীরথী, অপর পার্শ্বে জলঙ্গী, তথায় অবিরত নানাবিধ বাণিজ্যদ্রব্য আনিয়া উপস্থিত করিতেন। দেশীয়, বিদেশীয়, সকল জাতির ব্যবসায়িগণের কোলাহল অগাধসলিল৷ পদ্মার তরঙ্গমালার সহিত দিগদিগন্তে বিক্ষিপ্ত হইয়া পড়িত। সুন্দর স্থানে অবস্থিত বলিয়া ভগবান্‌গোলা বাঙ্গলার মধ্যে একটি প্রধান বন্দরে পরিণত হয়। নিকটে অনেকগুলি নদনদী প্রবাহিত থাকায়, নানাদেশ হইতে বাণিজ্যদ্রব্য আনীত ও নানাদেশে প্রেরিত হইবার অত্যন্ত সুবিধা ছিল। মোঘলগণকর্তৃক বাঙ্গলা-বিজয়ের পর হইতে, ইহার শ্রীবৃদ্ধির সূচনা হয়। তাহার পর যখন মুর্শিদাবাদ বাঙ্গলা, বিহার, উড়িষ্যার রাজধানী হইয়া বাণিজ্যগৌরবে স্ফীত হইয়া উঠে, সেই সময়ে ভগবান্‌গোলা মুর্শিদাবাদের সর্বশ্রেষ্ঠ বন্দর বলিয়া সমগ্র জগতে। বিখ্যাত হইয়া পড়ে। যদিও কাশীমবাজার বাণিজ্যগৌরবে তাদৃশ ন্যূন ছিল না, তথাপি ভগবান্‌গোলায় দৈনিক সেরূপ বহুবিধ দ্রব্যের ক্রয়বিক্রয় হইত, কাশীমবাজারে সেরূপ হইত না। কাশীমবাজারে কেবল রেশমপ্রভৃতি কয়েকটি দ্রব্যের বাণিজ্যস্থান ছিল। কিন্তু ভগবান্‌গোলা সকল প্রকার শস্য, ঘৃত, তৈল প্রভৃতি বঙ্গদেশজাত যাবতীয় দ্রব্যের ক্রয়বিক্রয়ে প্রত্যহ কোলাহলময় থাকিত। তৎকালীন এদেশবাসী জনৈক ইংরেজ ভগবান্‌গোলার বাজারকে তৎকালপরিজ্ঞাত সমগ্র জগতের সর্বশ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিয়া গিয়াছিন।[১]

 পূর্বে উল্লিখিত হইয়াছে যে, মোগলগণ-কর্তৃক বাঙ্গল-বিজয়ের পর হইতেই ভগবান্‌গোলার নাম বিস্তৃত হইতে আরম্ভ হয়। আইন আকবরী গ্রন্থে ভগবান্‌গোলার। উল্লেখ দেখিতে পাওয়া যায়। উক্ত গ্রন্থে ভগবান্‌গোলাকে সরকার মামুদাবাদের অন্তর্গত বলিয়া নির্দেশ করা হইয়াছে। ভগবান্‌গোলা অনেক ঐতিহাসিক ঘটনার সহিত সংশ্লিষ্ট বলিয়া কথিত হইয়া থাকে। খ্রীস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বর্ধমান প্রদেশের সভাসিংহ ও পাঠান রহিম খা ঁমিলিত হইয়া বঙ্গদেশে এক বিদ্রোহের অবতারণা করে। সভাসিংহ পশ্চিম বাঙ্গলার অনেক স্থান অধিকার করিয়া, রহিম খাঁকে নদীয়া ও মুখসুদাবাদ অধিকারের জন্য পাঠাইয়া দেয়। রহিম খা ঁমুখসুদাবাদের জায়গীরদার নিয়ামত খাঁকে নিহত করিয়া কাশীমবাজারের ব্যবসায়িগণের

  1. Bugwan Gola is the greatest market for the abovementioned articles (grain, oil and ghee) in Indastan, or possibly in the known world.” (Holwell's Interesting Historical Events, Part 1, Chapter III, p. 194).