পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ఫిలి ত্রিলোকের সমস্ত ঐশ্বৰ্য্য যেন এক স্থানে জড় হয়েছে । এর প্রশংসা করি এমন বাক্য-বিভব আমার নেই –এ বেহালয়, না কুবের-ভবন ? ভাল, তোমাদের ঠাকরণটি কোথায় ? দাসী —মহাশয় । তিনি এই বাগানে আছেন—আসুন । দৃশ্য —উদ্যান । বিদু —(প্রবেশ ও দৃষ্টি করিয়া ) হি হি হি! ওগো ! কি মুনীর বাগানটি ! কত রকমের গাছ ; আর কি চমৎকার সব ফুল ফুটে আছে। মধ্যে মধ্যে গাছের তলায় যুবতিদের জঘনের মাপে রেশমি দোল সব ঝুলচে—স্বৰ্ণজুই, শিউলি, মালতী, মল্লিক, নবমল্লিক, কুরুবক, মাধবীলতা হতে অজস্র ফুল অাপনা আপনি ঝরে পড়চে—এর কাছে নন্দনবনের শোভাই বা কোথা লাগে ? এদিকে আবার নবভানুর মত সমুজ্জ্বল কমল-রক্তোৎপলে দিঘিটি আচ্ছন্ন । অপিচ 2—অশোক-তরুতে কিবা কুসুম-পল্লব নব হয়েছে বাহির, ংগ্রামের মাঝে যেন রক্তপঙ্কে সুশোভিত মল্লের শরীর ॥ কৈ গো, তোমাদের ঠাকরণটি কোথায় ? দাসী।—মহাশয়! চোখ নাবান্‌—ঠাকরণকে দেখুন। বিদু।– দেখিয়া নিকটে অগ্রসর হইয়) কল্যাণ হোক! বসং -একি ! মৈত্রের মশায় যে ! (উঠিয়া) আলুতে আজ্ঞা হোকৃ। এই আসন—এইখানে বসুন। বিদু –ওগো ! তুমি বোসা । (উভয়ে উপবেশন)