পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ e২ মৃচ্ছকটিক । বিদু।–আপনি তো জানেনই, তবু বলুন দেখি কোন সময়ে আমগাছে বোল ধরে ? বিদু।–আরে ব্যাটা সেতে গ্রীষ্মকালে । দাস ।—(হাসিয়া) ওগো, নাগো না । বিদু –(স্বগত) ওকে এখন কি উত্তর দি ? আচ্ছা চারুদন্তকে গিয়ে জিজ্ঞাসা করি । দেখ সখা, বল দিকি, কোন সময়ে আমের গাছে বোল, ধরে ? চারু —আরে মূখ-বসন্তে । বিদু —দাসের নিকটে গিয়া) আরে মুখ !—বসন্তে । দাস —আপনাকে আর একটা প্রশ্ন দি । বড় গ্রামগুলি কে রক্ষা করে বলুন দিকি ? तिो 1-वांग्ल--नांख! । দাস —(হাসিয়া) ওগো নাগো না । বিদু —আবার যে বিষম সংশয় উপস্থিত। আচ্ছ ভাল—আবার চারুদস্তুকে জিজ্ঞাসা করে আসি (ফিরিয়া গিয়া চারুদত্তকে পুনজিজ্ঞাসা) চারু —সখা তাও জান না ?—গ্রাম রক্ষা করে সেন । বিদু।–(দাসের নিকটে গিয়) ওরে –সেনা । দাস —আচ্ছ। ঐ দুটো কথা একত্র করে' শীঘ বীর বলুন দিকি । বিদু।–সেনাবসন্তে । দাস --না না উণ্টো করে বলুন। বিদু –(অক্ষর বদলাইয়) সেণাবসন্তে । দাস —আরে মুখ বটু, পদটা উণ্টিয়ে বল । বিদু —বসন্তসেনা ।