পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ शुक्रककि । বসং —মশায় ! বাগানটীকে শুরু বল চেন কেন ? বিদু —যেখানে খাদ্য পানীয় কিছুই নেই সে স্থান শুরু নয়তো আর कि ? বসং –(সম্মিত) বিদু –ওগো তবে ভিতরে এসো। বসং —(জনাস্তিকে) ওখানে গিয়ে কি বলি বল দিকি ? দাসী।–“ওগো জুয়ারি ! তোমার সন্ধ্যাটাতে এখন ৰেশ মুখে কাটে” এই কথা বলুন । বসং —ও কথা কি বলতে পারব ? দাসী –অবসর পেলেই বলতে পারবেন। বিদু।–ওগো ! ভিতরে এসে । দৃশ্য–উদ্যানের অভ্যন্তর। বসং — প্রবেশ ও নিকটে গিয়া পুষ্প প্রহর ) ওগো জুয়ারি ! তোমার সন্ধ্যাটা এখন সুখে কাটে তো ? চারু —( দেখিয়া ) এ কি ! বসন্তসেনা যে ! ( সহৰ্ষে উত্থান করিয়া ) অয়ি প্রিয়ে! প্রদোষটা যায় মম সদা জাগরণে, নিঃশ্বাসেতে কাটে কাল নিশা আগমনে । তোমারে পাইয়া আজি গুলো মুলোচনে! প্রদোষের শোক-তাপ ঘুচিল এক্ষণে। এসে প্রিয়ে এসো—এষ্ট আসন—এইখানে বোসে ।