পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*शंग्ञ डाइह । ১১১ সেই মেম্বাবৃত কালে জলাদ্র অলকে, আর প্রেমে হৃষ্ট-প্রাণ তব দরশন আশে কোন বাম হেথা দ্যাখো আসি উপস্থিত, মুপুরে কর্দম লগ্ন, দাড়ায়ে করেন দ্বারে পদ প্রক্ষালিত ॥ চারু —(শুনিয়া) সখী ! জেনে এসে দিকি ব্যাপারটা কি । বিদু।—এই যাই । (বসন্তসেনার নিকটে আসিয়া সাদরে) কল্যাণ হোক ! বসং (—এসে ঠাকুর এসো ! প্রণাম । (বিটের প্রতি) এই ছত্রধারিণী তোমার সঙ্গে থাক্ । বিট –(স্বগত) এই উপায়ে কেমন কৌশল করে আমাকে সরিয়ে দিলে দ্যাখে (প্রকাতে আচ্ছা তাই হোক্। দেখ বসন্তসেনা ! ' দম্ভ, মায়া, ছল, মিথ্যা ইহাদের যেথা জন্ম হয় শাঠা.পরিপূর্ণ সেই রতিকলা-কেলির আলয় । মদন-বাজারে যেথা সতত সংগ্রহ হয় সুরত-উৎসব, দাক্ষিণ-মুখের মূল্যে বিক্রয় হউক তব যৌবন-গৌরব। (বিটের প্রস্থান) বসং —মৈত্রেয় মহাশয়! আপনাদের জুয়ারি কোথায় ? বিদু –(স্বগত) ছিছিহি! বেশ যাহোক! প্রিয়সখী "জুয়ারি"-খেতাব পেয়েছেন দেখচি। (প্রকাপ্তে) তিনি ঐ শুরু বাগানে বসে আছেন।