বিষয়বস্তুতে চলুন

পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । )(tఏ শকার –(ভূতলে পতন) পণ্ডিত তার প্রভুকে মারলেরে! (মৃচ্ছা— পরে সংজ্ঞা লাভ করিয়া) ঘৃত দিয়ে মাংস দিয়ে, দেহ পুষ্ট কল্প, তোর, কার্য উপস্থিত হ’লে, তুষ্ট হলি শক্ৰ মোর ? (চিন্তা করিয়া স্বগত) হয়েছে একটা উপায় ঠাওরেছি। ওই বুড়ে শেয়ালটা মাথা নেড়ে একটা কি ইসারা করেছিল—আমি ওকে দুরে সরিয়ে দিয়ে তার পর বসন্তসেনাকে মবিব ! ই সেই ভাল। (প্রকাশ্রে) পণ্ডিত ! আমি এমন মহাবংশে জন্মগ্রহণ করে সে অকার্যা কি কখন করতে পারি ?—আমি কেবল ওকে অঙ্গীকার করাবার জন্যই ভয় দেখাচ্ছিলেম । বিট ।— কি হইবে বল ওগো কুলের শিক্ষায়, স্বভাব-চরিত্র মূল-কারণ হেথায়। হোক না উৰ্ব্বর ক্ষেত্র অতীব সুচারু বাড়ে নাকি তাহে হীন কণ্টকের তরু ? শকার –ও তোমার কাছে লজ্জা করচে,তুমি এখন যাও—স্থাবরক দাসকে প্রহার করায় সে পালিয়ে গেছে, তাকে তুমি নিয়ে এসে পণ্ডিত ! বিট –(স্বগত) বুঝি বা বসন্তসেনা জামার সমক্ষে দেখায় মহত্ব, তাই ভজে না মুখে। বিজন করিয়া দেই তবে এই স্থান, বিজনে বিশ্বাস-রস ভোগ করে কাম ॥ (প্রকাশুে) হুঁ তাই ভাল—আমি যাই । বসং ।—(কাপড়ের অঞ্চল ধরিয়া) না না যেও না—আমাকে রক্ষা কর ।