পাতা:মৃচ্ছকটিক.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । ১৬৩ —শূন্ত এই পুষ্পোদ্যানে গলা টিপি খুব কোষে ॥ মোর পিতা মোর ভ্রাতা, দ্রৌপদীর সম মাত বঞ্চিত এ দৃশু দরশনে । এ হেন শূরত্ব মোর, পুত্রের বীরত্ব ঘোর না পাইল, দেখিতে নয়নে ॥ সে যাকৃ—এখন সেই বুড়ো শেয়ালটা এসে পড়বে—এক্ট বেলা সরে যাই । (তথা করণ ) দাসের সহিত বিটের প্রবেশ । বিট ।---স্থাববক দাসকে তো বলে-কয়ে নিয়ে এলেম । এখন তবে শকারের সঙ্গে দেখা করি । ( পরিক্রমণ ও অবলোকন ) একি ! পথে যে একটা k গাছ পড়ে আছে। বুক্ষের পতনে স্ত্রীহতা স্বচিত হচ্চে । ওরে পাপিষ্ঠ ! এই অকাৰ্য্য তবে কি তুই সত্যই করেচিস্ ? যাই হোক, ওরে পাপ-বৃক্ষ ! তোর পতনেও স্ত্রীহত্য-দৰ্শন-পাপে আমরা পতিত হলেম । এই দুর্নিমিত্ত যদি সত্য হয়, তবে বসন্তসেনার কোন অনিষ্ট হয়েছে বলে আমার বিলক্ষণ মনে শঙ্কা হচ্চে —দেবতারা সৰ্ব্বপ্রকারে মঙ্গল করুন । (শকারের নিকট গ্নিয়) ওগো শকার । এই দেখ স্তাবরক দাসকে বলে-কয়ে এখানে এনেছি। শকার –পণ্ডিত ! এসো এসো ! বাপু বাছা স্থাবরক দাস-তুষ্ট ৭ আয় । - দাস ।—যে আজ্ঞে । বিট —ওগো ! এখন আমার সেই গচ্ছিৎ বস্তুট নিয়ে এসে ।

  • II#ांछब्रकिँझे मत्रड रुलिब्रा ऋन इब्र ।