পাতা:মৃচ্ছকটিক.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । • بيالا স্থলে ঠিক নয়—বিচার-বিধিই তাকে আহবান কচ্চেন। বাপু শোধনক ! ৰাও, চারুদত্ত-মহাশয়কে উদ্বিগ্ন না করে’ সসন্ত্রমে সাদরে ধীরে ধীরে তাকে এখানে নিয়ে এসে । এই কথা বল যে, “কোন কথার প্রসঙ্গে আবগুক হওয়ায় বিচারপতি আপনার দর্শনাকাঙ্ক্ষী হয়েছেন * শোধ —ষে আজ্ঞে ! ( প্রস্থান করিয়া চারুদত্তের সহিত প্রবেশ ) –এই দিক দিয়ে মহাশয় এই দিক্ দিয়ে । চারু —(চিন্তা করিয়া ) রাজা মোর কুলশীল জানেন সকলি, এ আহবানে শঙ্কা মোর দারিদ্র্যে কেবলি ॥ ( মনে মনে বিচার করিয়া স্বগত ) বন্ধন-বিমুক্ত সেই পলাতক জনে দিয়াছি পাঠায়ে দুরে মোর প্রবহণে —চর-মুখে এ কথা কি শুনিলা নৃপতি ? তাই অভিযুক্ত হয়ে যাই গো কি তথি ? অথবা, এ সব ভেবে আর কি হবে ?–বিচার-মণ্ডপেই যাওমা স্বাক্ । শোধনক ! বিচার-মণ্ডপের পথ দেখিয়ে আমাকে নিয়ে চল। শোধ —এই দিক্ দিয়ে মহাশয় এই দিক্ দিয়ে। ( পরিক্রমণ ) বায়স কর্কশ রব করে অনিবার, অমাতোর ভৃত্যগণ ডাকে বারম্বার, বাম নেত্র সহসা গো করিছে স্পন্দন, —ম জানি কি ঘটাইবে এই অলক্ষণ ॥ শোধনক —আসুন মহাশয় আসুন, ব্যস্ত হবেন না—ধীরে ধীরে আসুন ।