বিষয়বস্তুতে চলুন

পাতা:মৃচ্ছকটিক.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xసిe মৃচ্ছকটিক । গাড়ি গড়তে বসন্তসেনা যে অলঙ্কার দিয়েছিলেন তা ফেরত দেবার জন্ত অনেকক্ষণ হল মৈত্রেয়কে পাঠিয়েছি—এখনো কেন আসূচে না ?— কেন এত বিলম্ব কচ্চে ? আভরণ লইয়া মৈত্রেয় বিদূষকের প্রবেশ । বিদু –চারুদত্ত বসন্তসেনার কাছে আমাকে যেতে বলে এই কথা বল্লেন “দেখ মৈত্রেয় ! বসন্তসেনা বৎস-রোহসেনকে আপনার অলঙ্কারে অলঙ্কত করে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন,এখন তুমি গিয়ে এই অলঙ্কারগুলি তাকে ফেরৎ দিয়ে এসো ।” এখন তবে বসন্তসেনার ৪খানে যাওয়া যাক্ । ( পরিক্রমণ ও অবলোকন করিয়া আকাশে ) কি ! সঙ্গীতাচাৰ্য্য রেভিল ?—ওগো রেভিল ! তোমাকে ভাবিত-ভাবিত দেখ চি কেন বল দিকি ? ( চিন্তা করিয়া ) কি বলচ ?—প্রিয় সখা চারুদণ্ড বিচার-মণ্ডপে আহূত হয়েছেন ? অবে দেখচি অল্পে কাজ শেষ হবে না । আচ্ছ, পরে বসন্তসেনার ওখানে বাব—এখন বিচার-মণ্ডপেই যাওয়া যাক । ( পরিক্রমণ ও অবলোকন করিয়া ) এইতো বিচার-মণ্ডপ, এখন তবে প্রবেশ করি । ( প্রবেশ ) বিচারপতি মহাশয়ের কল্যাণ হোক ! আমার সখা কোথায় ? বিচা –এই যে এইখানে আছেন । বিদু। —সখী ! কুশল তো ? চাক !—আপাতত নয় । বিদু –মঙ্গল তো ? চারু —তা । আপাতত নয় ! বিদু –দেখ সখী ! তোমাকে ভাবিত-ভাবিত দেখ চি কেন ? কেনই বা তুমি বিচার-মণ্ডপে আহত হয়েছ ?