পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨૦ মৃচ্ছকটিক । বসং (—(কর্ণ আচ্ছাদন করিয়া ) তার নাম করতে নেই, সেই নরাধমই আমাকে হত্যা করবার চেষ্টা করেছিল । চারু —(ভিক্ষুকে দেখিয়া উনি কে ? বসন্ত ।—সেই পাষণ্ড আমাকে বধ করে, আর এই মহাত্মা আমাকে বঁচিয়ে তোলেন । চারু —তুমি কে গো অকারণ-বন্ধু ? ভিক্ষু।—আমাকে মহাশয় চিনতে পারচেন না ? আমি মহাশয়ের সেই চরণ-সেবক, নাম সংবাহক । আমাকে একজন জুয়ারি ধৃত করে । তার পর এই ঠাকরণটি—আমি মহাশয়ের লোক জানতে পেরে—নিজ অলঙ্কার পণ দিয়ে আমাকে ছাড়িয়ে আনেন । তার পর, জুয়া খেলাতে ধিক্কার হয়ে মনে বৈরাগোর উদয় হওয়ায় আমি এখন বৌদ্ধ-শ্রমণক হয়েছি । নেপথ্যে –(কলরব) জয় শিব বৃষকেতু, দক্ষ-যজ্ঞ বিনাশন ! তার পর জয় জয় ক্ৰৌঞ্চ শত্র ষড়ানন ! পরে আর্যাকের জয়, “পালক” রিপুরে যিনি করিয়া বিনাশ লভিলা বিশাল রাজ্য ;--শেষ সীমা-চিন্তু যার ধবল কৈলাস ॥ সহসা শবিলকের প্রবেশ । শবিলক ।--নিধন করিয়া আমি "পালক” রাজায় "আর্য্যে” রাজ্যে অভিষেক করিমু ত্বরায় । আদেশ-প্রসাদ তারি, এবে শিরে করিয়া বহন যাইতেছি বিপন্ন সে চারুদত্তে করিতে মোচন ।