পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ মৃচ্ছকটিক । চারু —( সোদ্বেগে ) হা প্রিয়ে ! আমি জীবিত থাকতে তুমি এ কি কাজ করতে উদ্যত হয়েছ ? ( উদ্ধে অবলোকন ও নিঃশ্বাস ত্যাগ করিয়া ) ওগো প্রিয়ে সুচরিতে ! ও চরিত্র সুবিমল যদি না সক্তি , পারে ! পাপ-পূর্ণ ধরাতল, তথাপি শোনো গে বলি তুমি যে গো পতিব্ৰত কেমনে পতিরে ছাড়ি হবে স্বৰ্গ-সুখে রত ? ( মূছ1 ) শর্বি —ওঃ কি প্রমাদ ! হোথা দ্রুত যেতে হবে তার সমীপে, মুছাপন্ন চারুদন্ত হেথায় এদিকে । করিলাম এতদিন চেষ্টা যে সকল হা ধিক্‌ ! হা ধিক্ ! হৰ সমস্ত বিফল ৷ বসং । —মহাশয় ধৈর্য্য ধরুণ, সেখানে গিয়ে ঠাকরণকে বাচান—অধীর হলে অনর্থ ঘটবে । চারু।–(সংজ্ঞা লাভ করিয়া সহসা উঠিয়া ) হা গ্রিয়ে! কোথায় फूभि ?—सेख्द्र न७ ।। চন্দ –এই দিক দিয়ে মহাশয়, এই দিক্ দিয়ে। (সকলের পরিক্রমণ )