বিষয়বস্তুতে চলুন

পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ২২৫ শর্বি —কেন বলুন দিকি ? চারু —অপরাধী শক্র শরণাগত হয়ে যদি পায়ে পড়ে, তবে তাকে শস্ত্রের দ্বারা বধ করা উচিত নয় । শবি —তাহলে কুকুর দিয়ে কি খাওয়ান হবে ? চারু –না না—উপকারের দ্বারা বধ করা উচিত। শর্বি —অহে কি আশ্চৰ্য্য ! তত্তে জুন মহাশয়, কি করতে হবে। চারু —ওকে ছেড়ে দেও। শর্বি —আচ্ছা, ওকে ছেড়ে দেওয়া হল । শকার –আরে বাঃ! আবার যে বেঁচে উঠলেম ! ( রক্ষিগণের সহিত প্রস্থান ) ( নেপথ্যে কলরব ) পুনৰ্ব্বার নেপথো –চারুদণ্ডের স্ত্রী ধূত-ঠাকরণের পুত্রটি মায়ের আঁচল ধরে আছে—তিনি যেতে যেতে প্রতিপদে তাকে সরিরে সরিয়ে দিচ্চেন, আর প্রজ্জ্বলিত অগ্নির মধ্যে প্রবেশ করতে যাচ্চেন—পৌরজনের অশ্রুপূর্ণ নয়নে তাকে নিবারণ করতে চেষ্টা করচে, কিন্তু তিনি কিছুতেই শুনচেন না । শর্বি —(শুনিয়া এবং নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) কি ?— চন্দনক ? চন্দনক ! ব্যাপারটা কি ? চন্দনকের প্রবেশ । চন্দ —মহাশয় কি দেখতে পাচ্চেন না, মহারাজ-প্রাসাদের দক্ষিণ ভাগে ভয়ানক লোকের ভীড় হয়েচে? আমি ধুতা-দেবীকে বল্লেম, “ঠাকরণ হতাশ হবেন না । চারুদত্ত মহাশয় বেঁচে আছেন।” কিন্তু যেরূপ দুঃখে অভিভূত তাতে কেই বা শোনে—কেই বা বিশ্বাস করে ? Ꮌ☾