বিষয়বস্তুতে চলুন

পাতা:মৃচ্ছকটিক.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | ১৩১ বায়ুরে করিতে পারি বেগে অতিক্রম কিন্তু নিগ্রহিতে তোমা নাহি মোর মন । শকার –ও পণ্ডিত ! ও পণ্ডিত ! তস্কর-প্রেয়সী, নৃত্য-বিলাসিনী, মৎস্তের লোলুপ, সৰ্ব্বনাশী, কুলনাশী, অবশিক কামের সিন্দুক, বেশ-বধূ, বেশাঙ্গনা, বেশবতী, দশ নামে ডাকি, তবু তো চাহে না মোরে বেগু-বেটি কেন বল দেখি ? বিট — চলেছ কোথায় ওগো ভয়েতে বিহুবল, গণ্ড-পাশ্ব ঘরষিয় দুলিছে কুণ্ডল ! নখাহত বীন সম বিকম্পিত-কায়, জলদ-গর্জন-ভীতা সারসীর প্রায় ৷ শকার – বিবিধ ভূষণ অঙ্গে বাজিতেছে ঝন ঝন ঝন্‌ রাম ভয়ে কৃষ্ণ যেন করিতেছ কেন পলায়ন ? এখনি হরিব তোমা হরিলা গো সবলে যেমনি হনুমান সুভদ্রায় —সেই বিশ্বাবসুর ভগিনী | দাস – রাজার বল্লভে ভজে, মৎস্ত মাংস খাইবে প্রচুর,