পাতা:মৃচ্ছকটিক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । )(t শকার —বসন্তসেনা, ডাকো ডাকো—তোমার পল্লবকে ডাকে।. তোমার পরভৃতিকাকে ডাকো—সমস্ত বসন্ত ঋতুকে ডাকো না কেন— আমি তোমাকে তাড়া করে ধর্বই ধর্ব, দেখি কে তোমাকে রক্ষা করে। কোথায় সে ভীমসেন—জমদগ্নি-পুত্র ? কুন্তীর নন্দন কোথা—দশানন কুত্ৰ ? ডাকো না গো যত আছে তব বীর-কুল, দুঃশাসন সম দেখ ধরি তব চুল ৷ এই দেখ— সুতীক্ষু অসির ঘায়ে দেখিবি এখনি কাটিব রে মুণ্ড তোর করিয়া দুখানি। কি আর হইবে বল করে পলায়ন মুমু যে জন তার নিশ্চয় মরণ। বস —মহাশয়—আমি অবলা রমণী । বিট — তাই তোমার রক্ষে । শকার }—তাই আজ বেঁচে গেলে । বস --(স্বগত) গুর আশ্বাস বাকোতেও ভয় হয় । যা হবার ত৷ হবে। (প্রকাতে ) মহাশয়, আপনি কি আমার অলঙ্কারগুলি চান ? বিট —ছি ছি—সে কি কথা ? উদ্যান-লতা হতে কি ফুল কেউ ছিড়তে পারে ? ত, তোমার ও অলঙ্কারে আমাদের কি প্রয়োজন ? বস —তবে এখন কি চান ? শকার –আমি দেবপুরুষ, আমি মনুষ্য বাসুদেব, আমি তোমার ভালবাসা চাই । বস –(সক্রোধে ) থামুন, আর না । শকার –( হাতে তালি দিয়া হসিয়া ) “থামুন, আর না”—হা হা হা