পাতা:মৃচ্ছকটিক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिउँौम्न अङ्ग्रह । 8 o' দদুরকের প্রবেশ । দছ –দেখ, জুয়া-খেলাতেই পুরুষের বিনা-সিংহাসনে রাজাভোগ হয়। কাহ-হতে পরাভব দ্যুত নাহি করয়ে গণন, নিতা অর্থ-রাশি করে নৃপসম দান ও হরণ, আয়বান নৃপ-সম ধনশালী জন মন-সাধে জুয়া-খেলা করে গো সেবন। অপিচ ৪— দ্রব্য লব্ধ দু'তেতেই, দারা মিত্র দু'তেতেই, দত্ত, ভুক্ত, দু'তেতেই, সৰ্ব্ব নষ্ট দু'তেতেষ্ট । অপিচ — পড়িলে “তিয়া”র দীন সরবস্ব যায়, “দোয়া” দান পড়িলে গো শরীর শুখায়, ‘‘একায়” খেলার মাগ করে প্রদর্শন “চারি” দানে বিনিপাত-করে পলায়ন ॥ (সম্মুখে অবলোকন করিয়া ) এই যে আমাদের পূর্ব-অজ্ঞাধারী এই দিকে আচে । কি করি, এখন তো আর পালাবার যো নাই। তবে এইখানে মুড়ি-মুড়ি দিয়ে থাকি । ( বহুবিধ নাট্যভঙ্গী-সহকারে অবস্থান এবং নিজ উত্তরীয় নিরীক্ষণ করিয়া ) এই চাদরের, হয়ে গেছে, স্বত্র-গুলা পাতলা, এই চাদরের স্থানে স্থানে, ছিদ্র আছে মালা, এই চাদরে গাত্র মেরি ঢাকা নাহি যায়, এই চাদরটা হয়ে গেছে যেন পিও-প্রায় ॥ আমি তো নিরুপায়—এখন করি কি ? শেষে দেখচি--