পাতা:মৃচ্ছকটিক.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ես মৃচ্ছকটিক । যে লোক পুজিতে নাহি জানে একেবারে সে কি পারে পুজিতে গো বিশেষ প্রকারে ? বসং —তার পর—তার পর ? সংবা।--তার পর, তিনি আমাকে তার বেতন-ভুক পরিচারক করলেন, তার যখন সমস্ত ধন নিঃশেষ হয়ে শুধু চারিত্র্য মাত্র অবশিষ্ট রইল, তখন আমি জুবাখেলার ব্যবসায় ধরলেম । তার পর, দুর্ভাগ্যক্রমে সেই জুয়া-খেলায় আজ দশ সুবর্ণ হেরেচি। গৃহের বাহিরে । মাখু —আমাকে উচ্ছন্ন দিলেরে—সমস্ত টাকা আমার ঠকিয়ে নিলে রে ! গৃহের অভ্যন্তরে। ংবা । —সম্প্রতি ঠাকরণ আমায় আশ্রয় দিয়েছেন শুনে, আড়াধারী ও জুয়ারি দুজনেই আমার সন্ধানে এসেছে দেখচি । বসং —দেখ, মদনিক ! বাসা-গাছ ভেঙ্গে গেলে পাখীরাও ইতস্ততঃ ঘুরে বেড়ায়। ওলো তুই যা, “উনি দিলেন” এই কথা বলে সেষ্ট মাডডাধারী ও জুয়ারিকে এই হাতের গহনাট দিয়ে আয় । দাসী –( গ্রহণ করিয়া ) যে আজ্ঞে । ( প্রস্তান ) গৃহের বাহিরে। মধু --উচ্ছন্ন দিলেরে—সব ঠকিয়ে নিলেরে ! দাসী –এর দুজনেই উদ্ধদিকে চেয়ে আছে, দীর্ঘনিঃশ্বাস ফেলতে ফেলতে দুঃখ কচে, দরজার দিকে চোক্ রেখে আপনাদের মধ্যে কথা বাৰ্ত্ত ক'চ্চে—তাই মনে হচ্চে এরাই সেই আডাধারী ও জুয়ারি । मझां★jग्न नभङ्कांद्र । মাখু —মুখী হও ।