পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौग्न अझ । @r@r বিদু —আমার এই দুয়েতেই হাসি পায়,-গ্রীলোককে সংস্কৃত পাঠ করতে দেখলে, আর পুরুষকে মিহি মুরে গাইতে দেখলে । স্ত্রীলোক যখন সংস্কৃত পাঠ করে, নূতন-নাকে-দড়ি-দেওয়া গরুর মত ক্রমাগত “স্ন স্ব” শব্দ করতে থাকে ; আর, পুরুষও যখন মিহি সুরে গান করে, তখন শুক্নো-মালা-পরা বুদ্ধ পুরোহিতের মন্ত্র-জপের মত মনে হয়— আদপে ভাল লাগে না । চারু।—সখী ! সঙ্গীত পণ্ডিত রেভিল কিন্তু আজ অতি সুন্দর গেয়েছিল—তোমার কি ভাল লাগে নি ? তার সঙ্গীত মধুর স্বরাগ-যুক্ত পরিস্ফুট, পূৰ্ব্ব পর সম, সুললিত, ভাবান্বিত, র্তার গান অতি মনোরম। বহু প্রশংসায় মোর কিবা প্রয়োজন, —মনে হয়, নর-বেশে নারী কোন জন ॥ তা ছাড়া, থামিয়াছে গীত র্তার, t তবু যেন যাইতেছি গুনিতে শুনিতে সেই তার স্বরক্রম, মৃদু বাক্য, যুক্তস্বর বীণাতন্ত্রীটিতে ; মূৰ্চ্চনায় উঠে উচ্চে - গীত-ধ্বনি-সমাপনে হয় মৃদুতর, হেলায় সযংম করি’ পুনৰ্ব্বার ধরে গান—দ্বিরুক্তি সুন্দর। বিদু –দেখ সখী ! বাজারের রাস্তার উপর কুকুরগুলও মুখে ঘুমক্ষে।