পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মা। প্রভাবের তাৎপর্ঘ্য এই যে, এক বীরপুরুষ এক্ষণে এখানে সমাগত হইয়াছেন। ; ষের যুবরাজ হেমচন্ত্রের বীৰ্য্যের খ্যাতি শুনিয়া থাকিবেন। প। বিশেষ শুনিয়াছি। ইহাও জ্ঞত আছি যে, তিনি মহাশয়ের শিক্ষ। আপনি । বলিতে পরিবেন যে, ঈদৃশ বীরপুরুষের বাহুরক্ষিত মগধরাজ্য শক্তহস্তগত হইল কি প্রকারে । - মা। যবনবিপ্লবের কালে যুবরাজ প্রবাসে ছিলেন। এই মাত্র কারণ। প। তিনি কি এক্ষণে নবদ্বীপে আগমন করিয়াছেন ? মা । আসিয়াছেন । রাজ্যাপহারক যবন এই দেশে আগমন করিতেছে শুনিয়া এই দেশে তাহাদিগের সহিত সংগ্রাম করিয়া দস্থ্যর দণ্ডবিধান করিবেন। গৌড়রাজ তাহার সঙ্গে সন্ধি স্থাপন করিয়া উভয়ে শত্রু বিনাশের চেষ্টা করিলে উভয়ের মঙ্গল। - প। রাজবল্লভের অল্পই তাহার পরিচর্য্যায় নিযুক্ত হইবে। র্তাহার নিবাসার্থ যথাযোগ্য বাসগৃহ নির্দিষ্ট হইবে। সন্ধিনিবন্ধনের মন্ত্রণ যথাযোগ্য সময়ে স্থির হইবে। পরে রাজাজ্ঞায় সভাভঙ্গ হইল। 4. দ্বিতীয় পরিচ্ছেদ্ধ কুহুমনিৰ্ম্মিত উপনগর প্রান্তে গঙ্গাতীরবর্তী এক অট্টালিকা হেমচন্ত্রের বাসার্থে রাজপুরুষেরা নির্দিষ্ট কুরিলেন। হেমচন্দ্র মাধবাচার্য্যের পরামর্শায়সারে স্বয়ম্য অট্টালিকায় আবাস সংস্থাপিত করিলেন । নবদ্বীপে জনাৰ্দ্দন নামে এক বৃদ্ধ ব্ৰাহ্মণ বাস করিতেন। তিনি বয়োবাহুল্যপ্রযুক্ত এবং শ্রবণেন্দ্রিয়ের হানিপ্রযুক্ত সৰ্ব্বতোভাবে অসমর্থ। অথচ নিঃসহায়। তাছার সহধৰ্ম্মিণীও প্রাচীন এবং শক্তিহীনা। কিছু দিন হইল, ইহাদিগের পর্ণকুটীর প্রবল বাত্যায় বিনাশপ্রাপ্ত হইয়াছিল। সেই অবধি ইহারা আশ্রয়াভাবে এই বৃহৎ পুরীর এক পার্থে রাজপুরুষদিগের অম্বুমতি লইয়া বাস করিতেছিলেন। এক্ষণে কোন রাজপুত্ৰ আসিয়া তথায় বাস করিবেন শুনিয়া তাহারা পরাধিকার ভ্যাগ করিয়া বালান্তরের অন্বেষণে যাইবার উদ্যোগ করিতেছিলেন । . . . . تين.