পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়েশ্বর مه" ' দামো। আমি কি এতই ভ্রান্ত হইলাম ? ভাল, স্মরণ করিয়া দেখুন দেখি, মন্থতে থা আছে কি না ? - মাধ। গৌড়েশ্বরের সভাপণ্ডিত মানবধৰ্ম্মশাস্ত্রেরও কি পারদর্শী নহেন ? দামে। কি জ্বালা । আপনি আমাকে বিহবল করিয়া তুলিলেন। আপনার ধ সরস্বতী বিমনা হয়েন, আমি কোন ছার ? আপনার সম্মুখে গ্রন্থের নাম স্বরণ না ; কিন্তু কবিতাট শ্রবণ করুন। মাধ। গৌড়েশ্বরের সভাপণ্ডিত যে অনুষ্ট পছন্দে একটি কবিতা রচনা করিয়া বেন, ইহা কিছুই অসম্ভব নহে। কিন্তু আমি মুক্তকণ্ঠে বলিতেছি—তুরকজাতীয় কর্তৃক বিজয়বিষয়িণী কথা কোন শাস্ত্রে কোথাও নাই । পশুপতি কহিলেন, “আপনি কি সৰ্ব্বশাস্ত্রবিৎ ?” মাধবাচার্য্য কহিলেন, “আপনি যদি পারেন, তবে আমাকে অশান্ত্রজ্ঞ বলিয়া পন্ন করুন ?” সভাপণ্ডিতের এক জন পারিষদৃ কহিলেন, “আমি করিব। আত্মশ্লাঘ। শাস্ত্রে দ্ধ। ষে আত্মশ্লাঘাপরবশ, সে যদি পণ্ডিত, তবে মুখ কে ?” মাধবাচাৰ্য্য কহিলেন, “মুর্ঘ তিন জন। যে আত্মরক্ষায় যত্নহীন, যে সেই যত্নহীনতার পোষক, আর যে আত্মবুদ্ধির অতীত বিষয়ে বাক্যব্যয় করে, ইহারাই মূখ। আপনি ধ মূৰ্খ।” সভাপণ্ডিতের পারিষদ অধোবদনে উপবেশন করিলেন। পশুপতি কহিলেন, “যবন আইসে, আমরা যুদ্ধ করিব।” মাধবাচাৰ্য্য কহিলেন, “সাধু সাধু আপনার যেরূপ যশং, সেইরূপ প্রস্তাব লন। জগদীশ্বর আপনাকে কুশলী করুন ! আমার কেবল এই জিজ্ঞাস্ত যে, যদি অভিপ্রায়, তবে তাহার কি উদ্যোগ হইয়াছে ?” পশুপতি কহিলেন, “মন্ত্রণা গোপনেই বক্তব্য। এ সভাতলে প্রকাশু নহে। কিন্তু খ, পদাতি এবং নাবিকসেন সংগৃহীত হইতেছে, কিছু দিন এই নগরী পৰ্য্যটন করিলে জানিতে পারিবেন।” - মা। কতক কতক জানিয়াছি। প। তবে এ প্রস্তাব করিতেছেন কেন ? ”。敬 - * . -