পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ • R কোথা সেই মেঘ-জড় দেহ যার ধূম-জ্যোতি-বায়ুসলিলে রচিত ? বারতা-বহন কোথায় বা অরি-— চেতন প্রাণীর যাহা সমুচিত ? ইহা না বিচারি'আবেগের ভরে জলধরে যক্ষ যাচিল তখন, হায়রে যে জন আৰ্ত্ত কাম-জ্বরে চেতনাচেতন গণে কি সে জন ? ৫॥১–৮৷ এখানে একটা কথা আছে। সকলে জিজ্ঞাসা করিবেন, “মেঘের কি প্রাণ আছে ? সে কি সংবাদ লইয়া যাইতে পারে ?—ন, তাহাকে উপহার দিলে,-স্বাগত-সম্ভাষণ করিলে, তাহার প্রতি হয় ? কবি এ কি উদ্ভট কল্পনা করিলেন ?” তাই কবি বলিতেছেন “যাঙ্গর প্রণয়ে डेटाडू হয়, তাহারা বাহ্যজ্ঞানরহিত হয়, তাহাদের নিকট জড় এবং চেতনের কোন পার্থকাই থাকে না ।” সুতরাং মেঘ যে জড়, সে যে ধূম-জ্যোতি-সলিল-মরুতের সমবায়ু মাত্র, সংবাদ-বহন যে তাহার সাধ্যায়ত্ত নহে,—এই সব কথা বিরহার্ভ যক্ষ আদেী চিন্তা করিল না । সে মেঘের নিকট প্রার্থন আরম্ভ করিয়া দিল । ১ । জড়= অচেতন । ৩ । বরিতl= বাৰ্ত্তা, সংবাদ । ৭ । আৰ্ত্ত= দুঃখিত।