পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go মেঘদূত । “শস্ত লাভূ ঘটে তোমার দয়ায়? জানি মনে মনে পল্লীবধুগণ, সপ্রেম নয়নে হেরিবে তোমায়, সরল,— ভ্রভঙ্গী জানেন। কখন । ছুটিছে সৌরভ সদ্য করষণে মালভূমি হ’তে, তাহার উপরে কিছদূর গিয়া পশ্চিম অয়নে, পুন লঘুগতি যাইবে উত্তরে ॥১৬॥১-৮৷ “কৃষি কাৰ্য্যই জনপদ অর্থাৎ পল্লীবাসী দিগের জীবিকা, একমাত্র অবলম্বন । তুমি সেই কৃষিকার্য্যের প্রধান সহায়। কৃষির ফল অর্থাৎ শস্তলাভ তোমারই আয়ত্ত । সেই জন্য তুমি আকাশে উঠিলে সরল পল্লীবালার তোমাকে প্রতিস্নিগ্ধ লোচনে দেখিতে থাকিবে । তাহাদের সে নয়নে ভ্রচাতুর্য্যের হাব ভাব বিলাস বিভ্রম কিছুই নাই। সে সরল নয়নের সে সরল চাহনি বড়ই মধুর। তুমি এইবার নিম্নভূমি হইতে মালভূমিতে উঠিবে। সে ভূমি সদ্য কৰ্ষিত হওয়ায় তাহ হইতে মুগন্ধ বাহির হইতেছে। তাছার উপর দিয়া কিছু দূর পশ্চিমে গিয় তাহার পরে উত্তরে যাইবে ॥৬ ৬ । মালভূমি=সমতল উচ্চভূমি (Tableland ) । যে দেশে অনেক মালভূমি আছে, সেই দেশের নাম মলিব।

  • রামগিরি হইতে ঠিক উত্তর দিকে গেলে সম্মুখে পর্বতমালা দ্বারা মেঘ প্রতিহত হইবে। দক্ষিণ বায়ু মেঘকে চালিত করিলে মেঘ স্বতরাং পশ্চিম দিকেই অগ্রসর হইবে, তাহার পর যেখানে উত্তরের পথ থোল পাইবে, তখন উত্তর দিকে যাইবে। এ স্থলে বলা উচিত যে, বঙ্গসাগর হইতে যে মনুহূন বায়ু উঠর মেঘকে ঠেলির লইয়। যাইতেছে, সেই বায়ু ঠিক দক্ষিণ দিক্ হইতে নীহ, দক্ষি৭ ও ঈষৎ পূৰ্ব্বণিক হইত্তে আদিতেছে।