পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেধ । ' . ૨૭) “দ্রুতগতি তুমি মর্ম প্রিয়াতরে যাইবে, জলদ, তবু ভাবি মনে, কুটজ-বাসিত প্রতি গিরিবরে হইবে বিলম্ব তোমার গমনে । সজল নয়নে উচ্চ কেকারবে করিবে ময়ুর তব সম্ভাষণ, ত্যজিতে তাদের বড় ক্লেশ হ’বে তবু যেও শীঘ্ৰ, এই অকিঞ্চন ॥ ২২ ॥ ১–৮ ॥ “তুমি আমুর প্রিয়তমার নিকট যাইতেছ, নিশ্চয়ই তুমি দ্রুতগতি যাইবে । কিন্তু আমি দেখিতেছি তথাচ তোমার বিলম্ব হইবে । এই সময়ে প্রতি পৰ্ব্বতেই কুরচির ফুল ফুটিয়া পৰ্ব্বত প্রদেশ সুগন্ধ করিয়া তুলিয়াছে ;–কুরচির ফুল তোমার অতিশয় প্রিয়, সেই পৰ্ব্বত সমূহে তোমার প্ৰিয়বন্ধু ময়ুর সকল তোমাকে দেখিয়া নৃত্য করিতে করিতে উচ্চ কেকারবে তোমার সম্ভাষণ করিতে থাকিবে, তাহাদের ত্যাগ করিয়া যাইতেও তোমার অত্যন্ত ক্লেশ হইবে। তবুও তোমায় আমি অনুরোধ করিতেছি যত শীঘ্র পার যেও । (৩) কুটজ বাঁসিত=কুটজ =কুরচি ফুল, তদ্বার স্বগন্ধীকৃত। { ৮ ) আকিঞ্চন=প্রার্থনা ।