পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান অধিকার-পাঠান-রাজত্ব । 8ు তিন শত ক্রোশ ছিল। বর্তমান যুগের ঐতিহাসিকগণ সিদ্ধান্ত করিয়াছেন যে, এখনকার স্বন্দরবন ও তন্নিকটবৰ্ত্তী ভূমি সকলকেই ভাটি বলিত। * গ্রান্ট, ব্লকম্যান-প্রমুখ পণ্ডিতগণের মতে নবোথিত হিজলী দ্বীপটিও ভাটির অন্তর্গত ছিল । * ফ্রমশঃ ঐ সকল স্থান মনুষ্যবাসোপযোগী হইতে থাকায় সেগুলিকে নিকটবৰ্ত্তী রাজস্ব-বিভাগের অন্তভূত করিয়া লণ্ডয়া হয়। সেই সময় ছিজী মালঝিট বিভাগের অন্তভূত হইয়াছিল। পরবর্তিকালে হিজলী একটি বাণিজ্যকেন্দ্রে পরিণত হওয়ায় মালঝিট নাম লুপ্ত হইয়া যায় এবং উক্ত প্রদেশ হিজলী নামে পরিচিত হয়। ওম্যালী সাহেব অনুমান করেন, মালকিট বিভাগ হলুদী নদী হইতে আরম্ভ হইয়া বর্তমান কাথি থানা পর্য্যস্ত বিস্তৃত ছিল । * তাজ খাঁ মসনদ ই-আলী নামক জনৈক আফগান ঐ ক্ষুদ্র মুসলমান রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ঠিক্‌ কোন সময়ে ঐ রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন, বলা যায় না। হিজলীর প্রস্তরলিপি হইতে জানা যায় যে, তাজধ। আমলী ৯৬২ সালে ( ১৫৫৫ খৃঃ অব্দে ) প্রাণত্যাগ করিয়াছিলেন। প্রস্তর-লিপিতে র্তাহার জন্ম বা রাজ্য লাভের তারিখ নাই। প্রায় শত বর্ষ পূর্কে ১৮১২ খৃষ্টাব্দে হিজলীর তদানীন্তন কালেক্টার ক্রোমেলান সাহেব হিজলীর মসজিদের সেবকদিগের নিকট রক্ষিত পুরাতন • J. A. S. B., Vol. LXXII. Part 1, No. 1, 1904, p. 62. + “The extension of the name of Sunderbans to the whole coast is evedently modern. The Mahamedian historians do not use the term, but give the coast-strip from Hijli to the Meghna the name of “Bhati" which signifies lowlands overflooded by the tides'.-Blochman's notes in Hunter's S.A.B., Vol, I., p. 380.

District Gazetteer, p. 183. - . . "

ङ्लिो-ब्रोछ; ७धछिक्कैोङ्ग ठोब्रिक्ष !