পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব । > &q গ্রামের একটি পুরাতন মন্দিরে তিনখানি প্রস্তরলিপি পাওয়া গিয়াছে। তন্মধ্যে একখানি হইতে জানা যায় যে, কাশীদাসের কুলে পদ্মনাভ দাসের পুত্র বিভীষণ দাস নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি ঐ মন্দির নিৰ্ম্মাণ করাইয়া সেই স্থানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মৃত্তি প্রতিষ্ঠা করেন। • দ্বিতীয় লিপিটিতে আছে যে, শ্ৰীযুক্ত অর্জুন মিশ্র নামক আচাৰ্য্য-চূড়ামণির পৌত্র ভগবান নামক কোন ব্যক্তির পুল শ্রীধরণী:মৃত নামক এক ব্যক্তি এবং উক্ত আচাৰ্য্য-চুড়ামণির চক্ৰধর নামক এক পুত্র ইহঁরা উভয়েই উক্ত মন্দিরের প্রতিষ্ঠাবিধি স্থানিয়মে সম্পন্ন করিয়া পরলোকগমন করেন। + মন্দিরের অভ্যন্তরস্থ উক্ত ছুইখানি লিপি ব্যতীত মন্দিরের প্রবেশদ্বারের সন্মুখস্থিত তৃতীয় লিপিখানি হইতে জানা যায় যে, ১৫০৬ শকাব্দায় ( ১৫৮৪ খৃষ্টাব্দ) বৈশাখ মাসের ১৭ই তারিখে বুধবার শুক্লপক্ষের যুগাপ্তাদিনে শ্ৰীযুক্ত গদাধর নামক গুরুর হস্তে ঐ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতাগণকে সমর্পণ করা হয় এবং তাহদের প্রতিকামনায় উক্ত গুরুকে দেউলবাড় নামক গ্রাম দান করা হইয়াছিল। মন্দিরটি এক্ষণে জঙ্গল “কাশীদাসকুলে বিভীষণ ইতি শ্ৰীপদ্মনাভাত্মজ: । শ্ৰীমান্‌ ধর-ভূদচিকরদশে প্রাসাদমুচ্চৈৰ্বিয়ম্ ॥ গোপালপ্রতিমাং চ সত্তিঃ প্রতিষ্ঠাং দ্বিজে। রামং চেহ সুভদ্ৰয়া সহ জগন্নাথং ব্যবসাদপি ॥” “পৌত্র ঐধরণীধরন্থতো ভগবতঃ সুমুদ্বিজন্মশ্রেণী। শ্ৰীমানঞ্জনমিশ্র ইত্যবিহিতষ্ঠাচাৰ্য্যচুড়ামণেঃ ॥ পুত্রশচক্রধর কবীন্দ্র ইতি যত্যাংসি প্রতিষ্ঠাবিধিম্। প্রসাদাস্ত বিভীষণস্ত বিধিনা কৃত্যা বিরামং গত: ॥” “শকাব্দে রসপুস্তবাণংরণীমানে তৃতীয়াতিখোঁ। বৈশাখে বুধবাসরে যুনিমিতে পক্ষে যুগাদে সিতে ॥ শ্ৰীযুক্তায় গদাধরায় গুরবে তদেবতানাং মুদে । भडर थांमदं ब्राछिठ९ <धउिनिन९ ठळकट्टेलदाफ़ाथTांकम् ॥"