পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব। 为驰管 ভ্যালেনটনের উল্লিখিত হিজলীর অধিকারটি ત কে, তাহা সঠিক বলা না গেলেও বাহাদুর র্থ যে নহেন, তাহ নিঃসন্দেহে বলা যাইতে পারে। বাহাদুর র্থ বা ঈশা খাঁ মসনদৃ-ই-আলীর ১৫৮৪ খৃষ্টাব্দে প্রতাপাদিত্যের সহিত যুদ্ধে মৃত্যু হইয়াছিল। সে কথা স্বীকার না করিলেও ঐ সময় পৰ্য্যন্ত তাহার জীবিত থাকা সম্ভব নহে। তাজ-খাঁ মসৃনদ-ইআলীর মৃত্যুর পর ১৫৫৭-৫৮ খৃষ্টাব্দে বাহাদুর র্থ হিজলীর রাজ্যভার প্রাপ্ত হইয়াছিলেন। সে সময় নুনিকল্পে র্তাহার বয়স পনর বৎসর ধরিলেও ১৬৬১ খৃষ্টাব্দে তাহার বয়স হয় প্রায় একশত আঠার বৎসর। এইজন্য আমরা অনুমান করি যে, পূৰ্ব্বোক্ত প্রাচীন হিন্দুরাজবংশের কেহই হিজলী-রাজ্য আক্রমণ করিয়াছিলেন। তাহারাই হিজলীর প্রকৃত ‘ন্যায়সঙ্গত অধিকারী এবং বহুকাল যাবৎ তাহাদের দ্বারাই হিজলী শাসিত হইয়াছিল। হিজলী বা মালবিট প্রদেশ তৎকালে উড়িষ্যার অন্তভূত থাকায় উহা উড়িষ্যায় শাসনকৰ্ত্তার অধিকারভুক্ত ছিল বলিয়া উল্লিখিত হইয়াছে। সম্ভবতঃ ১৬৩০ খৃষ্টাব্দেই হিজলীয় প্রাচীন রাজবংশ উন্মলিত হয় এবং সেই বংশীয় কেহ কারারুদ্ধ হন। এই ঘটনার পরেই মাজনামুঠ ও জলামুঠ জমিদারীর স্বষ্টি হইয়া থাকিবে । সেই জন্য রাজা তোডরমল্লের রাজস্ব-বন্দোবস্তে মাজনামুঠা ও জলামুঠ মহালের নাম নাই; কিন্তু সুলতান সুজার বন্দোবস্তে ঐ দুই মহালের নাম পাওয়া যায়। আমাদের অনুযান, পর্তুগিজদিগের সহিত মিলিত হইয়া মুসলমানদিগের শক্ৰতাচরণ করাই হিজলীর প্রাচীন রাজবংশের রাজ্যচ্যুতির প্রধান কারণ। ঐ সময় হিজলীতে পটুগিজদিগের বিশেষ প্রতিপত্তি হইয়াছিল ; তাহারা মোগল-রাজসরকারকে ব্যতিব্যস্ত করিয়া তুলে। উত্তরকালে সাজাহান নামে সুপরিচিত সুপ্রসিদ্ধ ভারতসম্রাটু দিল্লীর