পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব। tఫి ছিল। ঐ সময় হিজলীকে হুগলীর নওয়ার মহালের অন্তভূত করায় উহা হুগলীর Zeevoogd’ ( প্রধান নৌসেনাপতি ) উপাধিধারী শাসনকৰ্ত্তার অধিকারভুক্ত হইয়া থাকিবে। ভ্যালেস্টন মাজনামুঠার রাজাকেই ক্ষুদ্রতর রাজ্য ( Lesser chief ) বলিয়া থাকিবেন । হিজলীতে পটুগিজ ও মগদিগের বিদ্রোহকাহিনী পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচিত হইবে। পাঠান-রাজত্বের বিবরণ লিখিতে গিয়া হিজলী-রাজ্যের প্রসঙ্গে আমরা মোগল-রাজত্বের মধ্যে আসিয়া পড়িয়াছি। উৎকল-রাজ্যে আফগানদিগের অধিকার বিস্তৃত হইবার পর డా মেদিনীপুর-জেলার অন্য অংশের অবস্থা কিরূপ হইয়াছিল, এখনও বলা হয় নাই । সোলেমন কররাণী কর্তৃক উড়িষ্যায় আফগান অধিকার প্রতিষ্ঠিত হইলেও আফগানগণ বেশী দিন নিৰ্ব্বিবাদে উড়িষ্যা ভোগ করিতে পারেন নাই । সোলেমনের সময়ে দিল্লীশ্বর মোগলকুলতিলক আকৃবর শাহের প্রতাপ সৰ্ব্বত্র অনুভূত হইতেছিল। তীক্ষুদৃষ্টি সোলেমন তাহ বুঝিতে পারিয়া সম্রাটের বগুত। স্বীকার পূর্বক মধ্যে মধ্যে তৎসমীপে উপহার প্রেরণ করিতেন ; কিন্তু তৎপুত্র দাউদ শাহ পিতৃ-সিংহাসনে উপবেশন করিয়া স্বীয় এক লক্ষ চল্লিশ হাজার পদাতিক, চল্লিশ হাজার অশ্বারোহী, সাড়ে তিন হাজার রণহস্তী ও বিশ হাজার কামান ও কয়েক শত রণতরী দেখিয়া মনে করিলেন যে, উহার দ্বারা তিনি মোগলদিগকে ভারতবর্ষ হইতে তাড়াইয়া দিবেন । * সে সংবাদ মোগল-বাদশাহের কর্ণগোচর হইতে বিলম্ব হইল না। আকৃবর আফগানদিগের বিরুদ্ধে তাহার সেনাপতি মুনিম খাঁ ও রাজা তোডরমল্পকে প্রেরণ

  • ब्रिग्राण-छैन-नाएलडीन ( देशबाजी अशदान) भू: २ss-see ।