পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8७ মেদিনীপুরের ইতিহাস। নাশ সাধন করিতে থাকে। না একগণের দারুণ অত্যাচারে হুগলী ও মেদিনীপুর জেলার পাশ্ববর্তী সুবিস্তীর্ণ জনপদ কঁপিয় উঠে। শত শত নরনারীর রোদনগরোল আকাশ বিদীর্ণ করিয়া অবশেষে কোম্পনীর কৰ্ম্মচারিগণের কর্ণকুহরে প্রবেশ করিলে তাহারা আর নিশ্চিন্ত থাকিতে পারিলেন না। অচিরকাল মধ্যে গবর্ণর জেনারেলের আদেশে ওকেলী নামক জনৈক ইংরাজ বীর একদল ব্রিটিশ সৈন্য লইয়া বগড়ীতে উপস্থিত হইলেন । গনগণির অরণ্যে বন্যজাতীয় অশিক্ষিত নাএকগণের সহিত সুসভ্য, সুশিক্ষিত ইংরাজ সৈন্তের খণ্ড যুদ্ধ অনেকদিন ধরিয়াই চলিয়াছিল। নাএকগণ শ্রেণীবদ্ধভাবে যুদ্ধ করিত না, তাহারা জঙ্গলের মধ্যে লুকাইয়া থাকিত আর মধ্যে মধ্যে দলবদ্ধ হইয়া আসিয়া ইংরাজ সৈন্তের উপর পতিত হইত এবং তাহাদিগকে ভীষণরূপে আক্রমণ করিত। এইরূপে ইংরাজ সৈন্ত ব্যতিবস্ত হইয়া পড়িলে পর, ইংরাজ সৈন্তাধ্যক্ষ একদিন রাত্রে কয়েকটি কামান একত্রিত করিয়া ক্রমাগত গোলা বর্ষণে সমস্ত বনভূমি বিধ্বস্ত করিয়া ফেলিলেন। নাএকগণ এবার প্রমাদ গণিল ; অনেকেই প্রাণ হারাইল যাহারা বাচিয়া থাকিল তাহারা সে অনলের সন্মুখীন হইতে না পারিয়া যে যেদিকে পারিল পলাইল । ইংরাজসৈন্য সে রাত্রে নাএকদিগের সমস্ত আড়াগুলি ধ্বংস করিয়া দিলেন। পর দিন বৃক্ষ শাখায়, বনান্তরালে ও নদী পুলিনে অকুসন্ধান পূৰ্ব্বক বহুসংখ্যক নাএক নরনারীকে হত, আহত ও বন্দী করা হইল। কিন্তু অচল সিংহের কোন সন্ধান পাওয়া গেল না । ইংরাজ সৈন্তাধ্যক্ষ তাহাকে ধৃত করিবার জন্য কয়েকজন সৈন্ত বগড়ীতে রাখিয়া অবশিষ্ট সৈন্য ছগলী ও মেদিনীপুরের সেনানিবাসে পাঠাইয়া দিলেন । অচল সিংহ গণগনির বন হইতে পলাইয়া গিয়া জঙ্গলময় বগড়ীর