পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । Հ8Գ পশ্চিম প্রত্যন্ত প্রদেশে যে আর একটি বন দেখিতে পাওয়া যায় সেই বনে আডড স্থাপন করেন। যে সকল নাএক ইংরাজ সৈঙ্গের আক্রমণে চারিদিকে পলায়ন করিয়া জীবনটা বাচাইতে পারিয়াছিল তাহার আবার একে একে আসিয়া অচল সিংহের নবশিবিরে সমাগত হইল এবং ক্রমশঃ লুণ্ঠনপ্রিয় রাজপুত ও মহারাষ্ট্রীয়গণও তাহদের সহিত মিলিত হইয়া আচল সিংহের দল পরিপুষ্ট করিতে লাগিল। তাহার। ইংরাজাধিকৃত পল্লীসমূহে আপতিত হইয়া নিরীহ পল্লীবাসির যথাসৰ্ব্বস্ব লুণ্ঠনপূর্বক আপনাদের নষ্ট ঐশ্বর্ষ্যের পুনরুদ্ধার সাধন করিতে লাগিল। যে সকল ইংরাজ সৈন্ত অচল সিংহকে ধৃত করিবার জন্য বগড়ীর বন প্রদেশে অবস্থান করিতেছিল তাহারা উহার কোন প্রতিকারই করিতে পারিল না। এই সুযোগে বগড়ীর রাজ্যচু্যত রাজা ছত্র সিংহ ইংরাজের হিতসাধন করিয়া প্ৰণষ্ট গৌরব উদ্ধার করিবার মানসে বিবিধ কৌশলে বিশ্বাসঘাতকতাপূৰ্ব্বক অচল সিংহকে ধৃত করিয়া ইংরাজ সৈন্তাধ্যক্ষের হস্তে অর্পণ করিলেন। কিন্তু মৃত্যুর পূৰ্ব্বে নাএক বীর অচল সিংহ রাজা ছত্র সিংহের আচরণে সংক্ষুব্ধ হইয় তাহার মস্তকে যে অভিসম্পাৎ বর্ষণ করিয়াছিলেন তাহ বর্ণে বর্ণে সফল হইয়াছিল । বগড়ীর রাজবংশের বিবরণ প্রসঙ্গে সে সম্বন্ধে বিস্তারিত আলোচিত হইবে। অচল সিংহের ভাগ্য বিপৰ্য্যর ঘটিলে নাএকগণ তাহদের দলস্থ অন্যান্য সৈনিক পুরুষকে ভিন্ন ভিন্ন দলের দলপতি পদে বরণ করিয়া 4 আরও কিছুদিন ইংরাজগণের প্রতিদ্বন্দিত ক্ষেত্রে বিচরণ করিয়াছিল। পরে ১৮১৬ খৃষ্টাব্দে ইংরাজ সৈন্তের পরাক্রমে নাএকগণ সম্পূর্ণরূপে পরাভূত নাএক দলপতি আচল সিংহ । নাএকদিগের ||