পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ ট মেদিনীপুরের ইতিহাস । করিবার জন্ত র্তাহীদের দশ বার জন করিয়া পিয়ন ও জমিদারীর শান্তি রক্ষা করিবার জন্য কাহারও কাহারও কতকগুলি করিয়া পাইক ব্যতীত সেরূপ অস্ত্র শস্ত্রে সজ্জিত অনুচর কাহারও নাই। ঐ সকল পাইকও এক্ষণে ম্যাজিষ্ট্রেটের কর্তৃত্বাধীনে আছে। (১) দৰ্পনারায়ণ রায়, মেদিনীপুরের ভূতপূৰ্ব্ব কাননগো। (২) চন্দ্রশেখর ঘোষ, তালুকদার ও জজ-কালেক্টর পিয়াস সাহেবের ভূতপূৰ্ব্ব দেওয়ান। (৩) লক্ষ্মীশ্বর সৎপথী, তালুকদার। (৪) কানাই পোদ্দার, ব্যবসায়ী, সহর মেদিনীপুর । (৫) চৈতন্ত পোদ্ধার, ব্যবসায়ী, সহর মেদিনীপুর । (৬) দর্শনারায়ণ বসু, ব্যবসায়ী, ব্রাহ্মণভূম । (৭) কিষণ সিং, ব্যবসায়ী, ব্রাহ্মণভূম । (৮) আনন্দলাল রায়, জমিদার, মেদিনীপুর ও নাড়াজোল । (৯) কৃষ্ণবল্লভ রায়, জমিদার, নারায়ণগড় । (১০) রঘুনাথ চৌধুরী, জমিদার, অমর্শী। (১) আনন্দ নারারণ রায়, জমিদার, তমলুক। (১২) রাণী জানকী, জমিদার, মহিষাদল । (১৩) নরনারায়ণ রায়, জমিদার, হিজলী । (১৫) গোপালইন্দ্র রায়, জমিদার, মুজামুঠা । (১৫) বীরপ্রসাদ চৌধুরী, জমিদার, খড়গপুর ও বলরামপুর। (১৬) জগন্নাথ ধল; জমিদার, ঘাটশীলা । (১৭) লছমীনারায়ণ, জমিদার, ছাতনা । (১৮) বৈদ্যনাথ চৌধুরী, জমিদার ও ব্যবসায়ী, খড়গপুর ” “প্রশ্ন :-আপনার জেলার লোকের গৃহে অস্ত্ৰ শস্ত্র রাথে কিনা ? সে সকল কিরূপ অস্ত্র এবং তাহা কি কাৰ্য্যের জন্য অন্ত্র-শস্ত্র ও দুর্গ। • রাখা হয় ? উত্তর –জঙ্গল-মহাল ব্যতীত এদেশের অন্যান্য স্থানের লোকের। অস্ত্ৰ শস্ত্র বড় একটা তাহাদের গৃহে রাখে না। আমার মনে হয়, যদি তাহারা উহ। রাখিত, ভালই করিত। জঙ্গলের পাইকদিগের তীরধনুক, তলওয়ার ও বর্ষা প্রভৃতি আছে।”