পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
মেদিনীপুরের ইতিহাস।

 মেদিনীপুর জেলার প্রাকৃতিক দৃশ্য অতিশয় নয়নপ্রীতিকর। প্রাকৃতিক সৌন্দর্য্যের সকল নিদর্শন এই জেলায় দেখিতে পাওয়া যায়। ইহার প্রাকৃতিক সৌন্দর্য্য।একদিকে যেমন নানাবিধ বৃক্ষলতাদি-শোভিত শৈলমালা ও বনজঙ্গলাদি বিরাজিত, তেমনি আবার অন্যদিকে সুনীলসিন্ধু চঞ্চল তরঙ্গ তুলিয়া সফেন উচ্ছ্বাসে ইহার পাদমূল ধৌত করিয়া দিতেছে। কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা প্রভৃতি নদী সকল দুগ্ধস্রোতের ন্যায় এই জেলার বক্ষের উপর দিয়া প্রবাহিত হইয়া ইহার সৌন্দর্য্যকে আরও বৃদ্ধি করিয়াছে।

নদ-নদী।মেদিনীপুর জেলার মধ্য দিয়া যে কয়েকটি নদী প্রবাহিত, তন্মধ্যে নিম্নলিখিত পাঁচটি প্রধান।

 এই পাঁচটি নদীর বিবিধ শাখা এই জেলার মধ্য-ভূমিতে প্রবিষ্ট হইয় আপনাপন কূলসন্নিহিত প্রদেশকে শস্যশালী করিয়াছে।

 (১) শিলাবতী বা শিলাই:―বুড়ি, গোপ, পুরন্দর ও কুবাই নদী মিলিত হইয়া শিলাবতী আখ্যা প্রাপ্ত হইয়াছে। এই নদীটি রামগড় পাহাড় হইতে বহির্গমনপূর্ব্বক মেদিনীপুর জেলার অন্তর্গত বগড়ী পরগণায় প্রবিষ্ট হইয়া ঘাটাল মহকুমার মধ্যে দ্বারকেশ্বর নদের সহিত মিলিত হইয়াছে। পরে এই উভয় নদী স্ব স্ব নাম পরিত্যাগপূর্ব্বক রূপনারায়ণ নদ নাম গ্রহণ করিয়া তমলুক মহকুমার অন্তর্গত গেঁওখালী নামক স্থানে হুগলী নদীর সহিত মিলিত হইয়াছে।

 (২) কংসাবতী বা কাঁসাই:―এই নদীটি ছোট-নাগপুরের পাহাড় হইতে উৎপন্ন হইয়া এই জেলার উত্তরপশ্চিম কোণে রামগড় পরগণায় প্রবিষ্ট হয়, পরে মেদিনীপুর সহরের নিম্নভাগ দিয়া পূর্ব্বতিমুখে চলিয়া আবার দক্ষিণাভিমুখে প্রবাহিত হইয়া কেলেঘাই নদীর সহিত মিলিত হইয়াছে।