পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৩৫

যায়। এই জেলার জঙ্গল-মহালে কেঁদো, নেক‍্ড়ে প্রভৃতি জাতীয় ব্যাঘ্র, ভল্লুক, বন্যবরাহ, বন্যবিড়াল, কুক, শৃগাল, বানর, হনুমান‍্, খরগোস, সজারু, উদ‍্, খাট্টাশ প্রভৃতি বন্যজন্তু দেখিতে পাওয়া যায়। সময় সময় বন্যহস্তীও ময়ূরভঞ্জের জঙ্গল হইতে আসিয়া থাকে। বিভিন্ন প্রকারের মৃগ ও ময়ুর এই জেলার জঙ্গল-মহালে ও অন্যান্য অনেক স্থানে আছে। টীয়া, চন্দনা, ময়না, বুলবুল, দোয়েল, শ্যামা, নীলকণ্ঠ প্রভৃতি নানাপ্রকারের বন্য ও সামুদ্রিক পক্ষীও এই জেলায় দেখিতে পাওয়া যায়। অসংখ্য প্রকারের সুস্বাদু সামুদ্রিক মৎস্য ও কাঁকড়া এই জেলায় প্রচুর পরিমাণে জন্মায়। কেলেঘাই নদীর চিংড়ী মৎস্য সুপ্রসিদ্ধ। রশুলপুর, হলদী, রূপনারায়ণ প্রভৃতি নদীতে কুম্ভীর ও শিশুকও যথেষ্ট আছে এবং সময় সময় ঐ সকল নদীর মোহানায় হাঙ্গর দেখা যায়। এই জেলা নানা প্রকার বিষাক্ত সর্প, প্রকাণ্ড প্রকাণ্ড গোধিকা ও কচ্ছপেরও বাসভূমি। মেদিনীপুর জেলার লোকালয়ে গো, মেষ, ছাগল, কুকুর, বিড়াল ও অশ্ব গৃহপালিত পশু; হাঁস, কপোত ও কুক্কুট গৃহপালিত পক্ষী। কেহ কেহ ময়ূর, হরিণ, শালিক, টীয়া, চন্দনা, ময়না, বুলবুল, প্রভৃতি পুষিয়া থাকে।

 মেদিনীপুর জেলার বিগত সেটেলমেণ্টের কার্য্য-বিবরণী হইতে জানা যায় যে, এই জেলায় নদীগর্ভ ছাড়া মোট ৫,০৫৬ বর্গমাইল বাআবাদী ও অনাবাদী ভূমি। ৩২,৩৫,৬৩৫ একার ভূমি আছে। তন্মধ্যে আবাদী ভূমি ৩,১১৬ বর্গ-মাইল বা ১৯,৯৪,৩৭৫ একার, আবাদের উপযোগী পতিত ১,১০৭ বর্গমাইল বা ৭,০৮,১৭৫ একার এবং আবাদের অনুপযোগী পতিত, ৮৩৩ বর্গ-মাইল বা ৫,৩৩,৭৮৫ একার (বাস্তুবাটী ৬৪,১৩৮ একার, জলাশয় ২,২৭,২৭১ একার, রাস্তা, বাঁধ, শ্মশান, গোচারণ-ভূমি ইত্যাদি ২,৪৮,৬৭৮ একর)