পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক বিবরণ । ዓ » সংস্রব ছিল বলিয়। কথিত হইয়া থাকে। জৈমি নর আশ্বমেধিক পদে লিখিত আছে, যে সময় ময়ূরধ্বজের পুত্র তাম্ৰধ্বজ পিতার ঈশ্বমেধীয় মুক্ত অশ্বের রক্ষায় নিযুক্ত ছিলেন, সেই সময় অর্জুনের অশ্ব র্তাহার অশ্বের নিকট আসিলে তাম্ৰধ্বজের সহিত পাণ্ডবপক্ষায় বীরগণের যুদ্ধ ঘটে । কুষ্ণাৰ্জুন পরাজিত হন। ঘটনাক্রমে ময়ূরধ্বজের অশ্ব ও অর্জুনের অশ্বও রত্নপুরে আসির পৌছিলে পরম বৈষ্ণব রাজ ময়ূরধ্বজ পুলের মুখে কৃষ্ণাৰ্জুনের পরাজয়-কাহিনী শুনিয়া দুঃখিত হন এবং পুত্রকে ভৎসন করেন । এ দিকে একৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণ এবং অর্জন এক বালকবেশে রত্নপুরে উপস্থিত হইয় ছলনাপূর্বক ময়ূরধ্বজকে জানাইলেন যে, তাহার একমাত্র পুত্রকে সিংহে ধরিয়াছে, যদি রাজ। আপনার অৰ্দ্ধশরীর প্রদান করেন, তাহ হইলে সিংহ পুলটিকে ফিরাইয়া দেয় । ধাৰ্ম্মিকপ্রবর ময়ূরধ্বজ তাহাতে সম্মত হইলে, বাসুদেব তাহার নিঃস্বার্থ তাত্মোৎসর্গে মুগ্ধ হইয়া নিজেদের প্রকৃত পরিচয় প্রদান করেন। ময়ূৰ্বধবজ তাহদিগকে দেখিয়া কৃতকৃতার্থ হইলেন এবং ধন, জন, রাজ্যসম্বল পরিত্যাগ পূৰ্ব্বক শ্রীকৃষ্ণের শরণাপন্ন হইলেন । * 莎 কাহারও কাহারও মতে, জৈমিনিভারতে উল্লিখিত রত্নপুরই প্রাচীন কালের তাম্রলিপ্ত নগর। কিন্তু মূল সংস্কৃত মহাভারতে কিংবা বৰ্দ্ধমানধিপতির বা স্বৰ্গীয় কালীপ্রসন্ন সিংহের গ্রন্থে তাহার উল্লেখ নাই । জৈমিনিভারতে উক্ত ঘটনা নৰ্ম্মদাতীরবর্তী রত্নপুর বা রত্ননগরে হইয়াছিল বলিয়া লিথিত আছে। নৰ্ম্মদার নিকটবৰ্ত্তী বিলাসপুরের উত্তরে রত্নপুর নামে একটি স্থানও আছে। এই কারণে অনেকে মনে করেন যে, উক্ত ঘটনা নৰ্ম্মদার নিকটবর্তী রত্নপুরেই ঘটিয়াছিল। আবার ও ধ্বজ রাজার কাহিনী ।

  • জৈমিনিভারত—৪১ হইতে ৪৬ অধ্যায়। বিশ্বকোষ ৬৯•৬৯১ পৃঃ।